পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ যথা গৃহপালিত মাতঙ্গ বিচক্ষণ । পুলোভে ভুলীয়ে জানে বনের বারণ। যা ভাবিল তা ঘটিল রায়মল্প * রাণী । আকৃবরে দেহ দিল মনে ধন মানি । নাবীধৰ্ম্ম অমূল্য রতন বিনিময়ে। লভিল অশেষ খনিজীত মণিচয়ে । একদিন সতীরে পলোভ দেয় ছলে । কহে, “সই এমন দেখিনি ধণাতলে । অপরূপ হাট বসে না যায় বণ মা । দেখি শোভা যদি পাই সহস্লোচন । কত রূপ-রঙ্গ, কত ভাষার কথায় । নাহি মাত্র পুরুষের সম্পর্ক তপাম । অতি পিয়বাদিনী মহিষী যোধাবাই । { ভুবনে এমন বুঝি চারুশীলা নাই । দিল্লীশূর দাস সম যাহার নিকটে । পদানত হয় যাব পেশোঁরাজতটে । হেন প্লামা গুণধাম নাহি অহঙ্কাল । সরলতা শীলতার যেমন ভাণ্ডার । চল চল চল সই তধা লয়ে যাই । চক্ষু কৰ্ণ বিবাদ মিটিবে তথা ভাই ।” জায়ের কথায় সতী পাইল বিশ্বাণ । রজনীতে বিবরণ কহে পতিপ{4} । সাধুশীল পৃথ্বীরায দিল অনুমতি । গুণবতী ভাৰ্য্যাভক্ত নহে কোন পতি । সতীর সতীত্ব পরীক্ষিত বাণে বালে । কার সাধ্য সতীরে অসতী করিবারে । অভেদ্য অচেছদ্য সে সতীত্ব-কবচ । পাপ-অস্ত্র সাধ্য নাই স্পর্শে তার ত্বচ । হাসি হাসি কহে পৃথ্বী, “শুন পিয়ে সতি। নেরোজার হাটে যেতে হইয়াছে মতি।। তোমার পসরা ভারী থেকে সাবধানে । লঠেরায় লুঠে পাছে তাই ভয় প্রাণে । জানি তব পসরা অমূল্য এ সংসারে। কেবা পারে মূল্য দানে ক্রয় করিবারে। • ভিকানের দেশধিপতির নাম। { মানসিংহের ভগিনী, আকৃবরের প্রধান। शश्धैिी । ब्रत्रंनांन-शहांबलौ क्छि जूळब्रांब्र उदग्न उँौउ र्मशजन । নির্বাত বজের প্রায় তার আক্রমণ।” শুনি সূিতমুখী সতী নতমুখে কয়। “शरां बांटके प्राबाब गूजा नांश् िशग्न । হেন দ্রব্য পুষে কেন রাখা চিরকাল । लूर्च्छन्नग्ाि लूट्टं जग्ा ८ग ३झ२ उलि ।।' কথা শুনি কবি ফুল্ল মানস-সরোজে। জায়ারে বিদায় দেন যাইতে নেীরোজে ৷ তৃতীয় সর্গ কিব। অপরূপ শোভা নাগরীর হাট । ন-ভূত ন-ভাবী কীৰ্ত্তি করিল সমাট । বিবিধ কুসুম যেন কুসুম-কাননে। কুসুম-সমযে হাসে প্রফুল্ল অনেনে। কোন পুষ্প পভায় প্রকাশে পরিপাটী। শন্য থেকে তারা কি আইল পুষ্পবাটী। কোন পুষ্প লালিত্য রসের চারুধাম। ভানুকরে মুনিমুখ হয় অবিশাম । কোন পুষ্প কম্বিত-কাঞ্চন-কান্তিধর। কারু বর্ণ যেন সুশীতল বৈশনির । , কেহ শোভে নলীন নীরদরেখা-পায়। কেহ বা তুঘার ছবি অমলিন-কায়। নহে স্থির ছোট বড় রূপের বিচারে । এ বলে তামায় দেখ, ও বলে আমারে ।] যার দিকে পড়ে দৃষ্টি, তারি দিকে রয়। পালটিতে পলকের পূমাদ নিশচয়।। কাহার সৌরভে মন প্ৰাণ করে চুরি। নয়নের দাস করে কাহার মাধুরী। এইরূপ নানাদেশজাত নানা নারী । বগাইল মণিহারী মুনিমনোহারী। কোন নারী গারজিয়া * নাম দেশে জাত । জনমিয়া জানে নাই কেবা পিতা মাতা । কুমার কুমারকালে পরকরগত। বিক্রীত শরীর পণ্য পুতুলের মত।

  • জজিয়া দেশের পারস্য নাম ।