পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भूम्न-श्णनौ @枪 সুবর্ণ সুবর্ণধর সিরাজী মদির । পৗনমাত্র দোলে গাত্র সুধীর অধীর । গোস্তনীর গর্ভজাতা লোহিত বরণী । রসাইল রসদানে নিখিল ধরণী । চমকে চমকে চারু শোভা চমৎকার । মোহিনীর পুনঃ কি হইল অবতার। অসুরের ক্ষোভ শাস্তি করিবার তরে । সুধা বুঝি জনমিল দ্রাক্ষার উদরে । হেন অপরূপ শক্তি কে রাখে সংসারে । দূর করে সকল সন্তাপ একেবারে। দুঃখভর ধরা দুঃখ বিপলে বিলয় । নন্দন কানন সুখ অনুভূত হয়। বসিয়াছে তার কাছে আর এক নারী । নানামত সুম-র ফলের পসারী। श्बछ नांब्रश्र दरब ८जीब्रहउ यांकूल । छांशैौब्र गउांग्न गांश नबन्नश्र कूज । আর সেই চারু ফল বীজপুর নাম। ফুল্লপয়োধর তুল্য শোভা অভিরাম। এমনি পূচুর রস ধরে কলেবরে । সময় হইলে পর আপনি বিদরে । রাখিয়াছে আর কত মত ফল-মূল । ठूएल ड्रल विनिशश जप्श २झ भृत्व । “জীর এক নারী বেচে গন্ধ মনোহর । অগুরু চন্দন চুয়া কুন্দুরু কেশর। কালীয়ক কুকুম কপূর কন্তুরিকা । মধুৰ্যষ্টি চন্দরুষ আর মধুরিকা । তর তর অতির অসীম শক্তি তাঁর । রতি-তরঙ্গিণী তরণের সে অতিরি । পাদরী সন্দলী যুহী গোলাবী চামেলী। মোতিয়ার আtমোদে মদন করে কেলি । মজীভরা মজমুয়া মধুর রচনা । তিলে তিলে যেন তিলোত্তমার সূচনা। কিছুই আপন নহে পরধনে ধনী । অথচ সৌরভ তার গোরবের খনি । বসিয়াছে বণিক-বনিতা বরাননী । সাজাইয়া বিধিমত নিধির বিপণি । সূৰ্য্যকাস্ত, প্রভাকর-পূভা-প্রতিযোগী। চন্দ্রকান্ত, যারে ছুলে শীতল বিয়োগী। পদ্মরাজ, পুষ্পরাগ, ইন্দ্রনীলোৎপল । মরকত, গোমেদক, হীরক উজ্বজল । বৈদ্যুর্ঘ্য বিখ্যাত মণি বিদর্ভে বিজাত। পাকা বদরীর মত মুকুতা বিভাত । সৰ্ব্ব-রতু গবর্ব-খবর্ব বেণেনীর কাছে। তার রূপ প্রতিভায় হারি মানিয়াছে। পদারাগ হতরাগ অধর নিকটে । গণ্ডে হেরি প্রবালের প্রভ। কি প্রকটে । নয়নের নীলিমায় হারে ইন্দ্রনীল । मखनूडि cप्रथेि मूख्ञा श्रब्रांड भांनिल । আর ধারে এক রাম। নিবাস বসার । কোম্বেয় রাস্কব বস্ত্ৰে দিয়াছে পসরা । মুকুত জড়িত চোলী কাচলী কাফতান । ঝকৃমফু তারকস্ অতি দীপ্তিমানূ । রবি-শশি-ছবি আলোহিত মখমল । চীনাজাত সুচীন শাটিন নিরমল । বিশাল দোশাল জুবা জেগা জামেয়ার । গলবন্ধ কটিবন্ধ পকার প্রকার । fচকণের চিকণিয়া চারু চন্দ্রিকায়.। নয়ন নিম্পন্দ অন্য দিকে নাহি চায় । মথন মথন করে প্রকৃতির জারি। ধন্য ধন্য সূচিকার যাই বলিহারি । ধন্য কাশ্মীরের তাত তোমার গৌরব। অদ্যাবধি শূেতশিল্পী মানে পরাভব। -আর এক নারী বেচে কাপ tসের বাস । বেশে দেয় পরিচয় ঢাকায় নিবাস । বিমল বারির সোত নাম আবরোয় । পূরাগান বংশবিলে মুখে যায় থোয় । অনুপম শবনম সূক্ষ্ম অতিশয়। নিশির শিশির যাহা দৃশ্য নাহি হয় । বিবিধ বিচিত্র পুষ্পদাম বিরচিত । জাম্‌দান কাৰ্যদান রমণী-রচিত। মজায় বিলীন সেই বুক মজলিন। সন্তনিক-কুসুম স্বরূপ অমলিন। সাবাস্থ সাবাস্ তোরে ঢাকা জনপদ। শিল্পচাতুরীতে তোর অতুল সম্পদ। পরাভূত সবে বটে কৈল বাষ্পকল। কিন্তু জয়ী তব শিল্প-চাতু"-কৌশল।