পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. রঙ্গলাল-গ্রন্থাবলী মরীচিকা তুচছ করি, ভয়ানক বেশ ধরি, করেছিলে গহন শাসন । পাঁচ হাতিয়ার-ধরা, আপাদ মস্তকপার, অয়ন্ত্র-রচিত পরিচছদ । সুশোভিত সনুহন, ঝকৃ-মক্ ঝলক বিশদ । শীতল কঠোব ধৰ্ম্ম, অসিচৰ্ম্ম অবি বৰ্ম্ম, সাজ-সজ্বজ তাঁহাই সকল। ঢালেতে বাখিয়া শির, নিদ্রা যেত যত বীর, কিছুমাত্র না হয়ে বিকল । সেই চালে পীত জল, সেই ঢালে ভোজন ভাজন । কটিতটে চন্দ্রহাস, • তাহে সিদ্ধ নানা প্রয়োজন। দিবানিশি এক সাজ, অস্ত্ৰ-শস্ত্র তিলেক না ছাড়ে। বীর-রসে বিচক্ষণ, উগ্রতা-অনল হাড়ে হাড়ে। এত যে উগ্ৰতা রস, শিব যথা শৈলজার প্রতি। অবলার অনুরাগ, অস্তরে সোহাগ যাগ, সতীর সেবায় রতি-মতি । যথা শিলা-সনিধান, বিতরে মধুর দ্বাণ, বিকশিয়ে কাশমীরী কুসুম । কঠোর শিলার ধৰ্ম্ম, কিন্তু তাহে জনমে কুঙ্কুম। সতীর সেবায় মন, প্রাণপণ অকিঞ্চন, সতীর সন্মান-রক্ষ। হেতু। অপবিত্র ভবিহীন, কুরস বাসনা-লীন, সভয়ে পালায় মীনকেতু । সরল অর্থল সবে, ভাসমান প্রেমাণবে, সখ্যভাবে সুখে কাল হরে । মৃগয়া আখেট বনে, দ্বন্দুে মন্দ লোক সনে, কালাস্তরে কালমুক্তি ধরে। কারু প্রতি ক্ষমা নাই, মুচিত শিক্ষা দিবে তারে। , a. | নীলিম = مـ -ة শব্দ হয় ঝন-ঝন, সেই চালে খেত ফল, চন্দ্রহাস পরকাশ, অভিপেত এক কাজ, তাই মাত্র আলাপন, কিন্তু কামিনীল বশ, কঠোর তাঁহার মৰ্ম্ম, হউক আপন ভাই, অন্যায় না সহ্য হয়, মিথ্যাবাদ নাহি সয়, সত্যের পরীক্ষা তরবারে । হায় কোথ৷ সেই দিন, ভেবে হয় তনু ক্ষীণ, এ যে কাল পড়েছে বিষম। সত্যের আদর নাই, সত্য হীন সব ঠাই, মিথ্যার প্রভুত্ব পরাক্রম। সব পুরুষাৰ্থ-শূন্য, কিবা পাপ কিবা পুণ্য, ভেদ-জ্ঞান হইয়াছে গত । বীর-কার্য্যে রত যেই, গোয়ার হইবে সেই, ধীর যিনি ভীরুতায় রত। নাহি সরলতা-লেশ, দ্বেম্বেতে ভবিল দেশ, কিবা এর শেষ নাহি জানি । ক্ষীণ দেহ, ক্ষীণ মন, ক্ষীণ পাণ, ক্ষীণ পণ, ক্ষীণধনে ঘোর অভিমানী । হায় কবে দুঃখ যাবে, এ দশ বিলয় পাবে, ফুটিবেক মুদিন-প্রসূন । কবে পুন: বীর-রসে, জগৎ ভরিবে যশে, ভারত ভাস্বর হবে পুনঃ ? আল কি সে দিন হবে, একতার সূত্রে সবে, বন্ধ রবে মননে বচনে ? পূজিবে সত্যের মূত্তি, প্রণয় পাইবে সম্মুত্তি, সুখদ সরল আচরণে ? কিব। অপরূপ, निब्रश् िअनूशं, সাধুর সদলে গতি। প্রমোদ কৌতুক, সকলে পুসনুমতি । কিবা তড়-বড়, বহে যেন ঝড়, তুরগের পদধবনি। বক্‌ মক্‌ বকৃ, यांबूश शंलक, জলে যেন দিনমণি II ঝন ঝন্‌ ঝন্‌, सॆननु खननु, ঘুংপুর ঘোড়ার গলে । নানা নিধি সাজে, কিব। শোভা শিরনলে । হেলিছে টোপর, মাথার উপর, শ্ৰুেত মেঘমালা যেন। প্রসারিত বুক, হয়-চয় সাজে,