পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏬᏬ ब्रत्रलांन-अंशांबलो মনে কি ছিল না গৃহ রঙ্গ-রস পেয়ে । শাহের নিকট তুমি করেছিলে পণ । শহর্ববীর শেষে এলে মোর মাথা খেয়ে । সদাকাল রাখিবারে সত্য সঙ্গোপন । কিঞ্চিৎ ভাবিতে যদি যাতনা আমার । সে সত্য করিলে ভঙ্গ প্রকাশিয়ে কথা । তবে কি থাকিতে ভুলে আপন আগার। সতীর এরূপ কাৰ্য্য অযোগ্য সবৰ্বথা । फ़ेिखांनएन मांश्न कब्रिट्न शग उन । তুমি যদি লঙিঘলে আপন অঙ্গীকার । নারীধর্শে সার কথা কহিলেন মনু। কহ এ স্বীকৃতি পত্রে অস্থিা কিবা জার। দেখ রণে এক পক্ষ যদি ভাঙ্গে সন্ধি । অন্যপক্ষে কিবা দায় থাকে সত্য-বন্ধি ৷” সতী কহে, “কিসে সত্য লঙিঘলাম আমি । বেদে বলে এক তনু পত্নী আর স্বামী। তবে জানিলাম নাথ তুমি এবে পর। কুলবধু অবিহিত পরগৃহে গতি। জনারণ্যে গমন না করে কভু সতী । তোমারে বিদায় দিয়ে দুর্ভাবনা কত। কুস্বপনে বিভাবী হইল বিগত।” কহে সতী সূিতমুখে বচন অমিয়। পরিণয়ে দেহ নাই আৰ্দ্ধ কলেবর ।” “যা কহিলে তাঁহাই ঘটিল প্ৰাণপিয়।। এইরূপ হাস্যরসে পোহীয় শবর্বরী। যে রতন তোমার আদৃত অতিশয় । পৃত্যুষে চলিল পৃথ্বী দিল্লী পরিহরি। আজি নিশি হরিল তস্কর দুবাশয়। যন্ত্রীক পুষ্করতীর্থে করিলেক সুনি। কি কাজ এ দেহে আর বল পাণ ধরি । কত দিন থাকি তথা করে দান ধ্যান । দেহ খর করবাল পাণ अनििनि ।” সেই সে লিখিল পত্র রাণার নিকটে । “কাহারো নিস্তার নাই নেীরোজ-সঙ্কটে ।” রাজ্য-নাশে সেই কালে কাননে কাননে । ভ্ৰমেন প্রতাপ সিংহ পরিবার সনে। কহ সত্য বাণী ধনি কহ সত্য বাণী । জনরবে শুনিলেন পৃথ্বী কবিবর। তোমার বচন কভু অন্যথা না মানি।” শুনি পৃথ্বী ভাব কিছু বুঝিতে না পারে। কহে "পরিহাস হর পেয়সি আমারে। রাজ্যলাভ হেতু পুন: মেরুনরেশূর। প ফুল্ল বন্ধুক পায় হসিত অধরে। দিল্লীশুর-আনুগত্য করিবে স্বীকার। " স্বীকৃতি পত্রিকা সতী দিল পতি-করে । পত্র পাঠাইলা জানিবারে সমাচার । কহিল সকল কথা গোপন না করি । সেই পত্র এই পত্র শুন হে সুজন । কবি কহে, “এক কথা জিজ্ঞাসি সুন্দরি । ইতি শ্ৰীশূরসুন্দরী-কথা সমাপন।