পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊՅ বিকশিত তামরসে, অলি আসি উড়ে বলে, ভেক ভাগ্যে কেবল চীৎকার । মাধবী মাকন্দ কায়, প্রকাশিত প্রতিভায়, বল তাহে কি শোভা অতুল। আকন্দের দেহোপরে, যদ্যপি বিরাজ করে, দেখিলে নয়নে বিধে শূল। সৰ্ব্ব-সুলক্ষণবতী, ধরাধামে যে যুবতী, লোকে বলে পদিনী তাহারে। সেই নাম নাম যার, সেরূপ প্রকৃতি তার, কত গুণ কে কহিতে পারে ? পতিবতা পতিরতা, অবিরত মুশীলতা, আবির্ভূত হৃদি-পদ্মাসনে। কি কব লজ্জার কথা, লতা লজ্বজাবতী যথা, মৃতপ্রায় পর-পরশনে। থাকুক যে পরশন, পরমুখ দরশন, সহনীয় না হয় সতীর । দৃষ্টিমাত্র সেই ক্ষণে, সরমের হুতাশনে, দগ্ধ হয় কোমল শরীর । পদ্মিনীর পদ্ম নেত্র, বিনোদ বিহার ক্ষেত্র বীড়া তাহে সদা ক্রীড়া করে। পলকেতে প্রতিপলে, বঙ্কিম কটাক্ষ ছলে চারিদিকে অমৃত সঞ্চবে। সতীর শুভদা দৃষ্টি, করে নানা সুখ সৃষ্টি অনলের বৃষ্টি পাপিজনে । সতীরে হরিতে আশ, যে কবে তাহার নাশ, ভাব কি দুৰ্দ্দশা দশাননে। পদ্মিনী রূপের নিধি, বিরলে গড়িল বিধি, নীর নিধি নন্দিনী সমান । কি ছাঁর পদ্মিনীচয়, সহ বিস-বিসালয়, পুষ্করে প্রকাশে অভিমান। अठूजना ज्ञांछकनTा, खुदहन उांगिनॊौ क्षनn, অগ্রগণ্য রূপসী-সমাজে । কিরূপ তাহার রূপ, কি বণিব অপরূপ, বণিতে বিবর্ণ বর্ণ লাজে । কোন মূঢ় চিত্রকরে, পদ্মদেহ চিত্র করে, করিলে কি বাড়ে তার শোভা ? কিংবা সেই কোকনদে, মাখাইলে মৃগগদে অতি মুখ লভে মধুলোভা ? ब्रजलांन-अंशंदलौ কমিত কাঞ্চন কায়, কিবা কাৰ্য্য সোস্থাগায়, কিবা কার্য্য রসানের ছটা ? হেন মূর্থ আছে কে হে, দিব ইন্দ্ৰধনু দেহে, অভিনব রূপরঙ্গ ঘটা ? জালিয়ে বৃতের বাতি, প্রখর ভাস্কর ভাতি, বৃদ্ধি করা দুরাশ কেবল । কি কাজ সিন্দূরে মাজি, গজমুক্তাফলরাজি, মাজিলে কি হয় সমুজ্জল ? সেইরূপ ভূপজার, রূপ গুণ চমৎকার, বর্ণনায় ব্যর্থ অকিঞ্চন । মৃগপতি যুথপতি, দ্বিজপতি গজমতি, তিলফুল কোকিল খঞ্জন। এই সব উপমার, धुंयांखन नाहि यांनि, নব কবিজনের বাঞ্ছিত। কহিলাস যতগুলা, পদ্মিনী রূপের তুলা, কেহ নহে সকলি লাঞ্ছিত। এই শ্রুতি পূর্বাপর, যুবতীর মনোহর, রূপ দৃষ্ট্রে মুগ্ধ মুনি নরে। কহ কোন নৃপ মুনি, রূপের ব্যাখ্যান শুনি, মজিয়াছে পঞ্চশর-শরে ? পদ্মিনী-রূপের যশ, পরিপূর্ণ দিক দশ, শ্রুত মাত্র দুরন্ত যবন। না শুনিল কার মানা, সিংহপুরে দিল হানা, সঙ্গে লয়ে সেনা আগণন ।।’’ চিতোর আক্রমণ । সাজিল সঘন, সেনা অগণন, করিবারে রণ চলিল । শিরোপরে তাজ, যত তীরন্দাজ, সাজ সাজ সাজ বলিল । ধলীয় গগন, ধূসর বরণ, অদৃশ্য তপন হইল। মনে পেয়ে ভয়, নিভৃতে আশ্ৰয় লইল । বিষম বিশাল, মদে মাতোয়াল, করিয়ুথ কাল ছুটিল। : পিঠেতে-অমিরি শোভে সারি গারি তাহে ধনুখারী উঠিল। কুলবর্তীচয়,