পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গলাল গ্রন্থাবলী ون ধন্য সেই পশু, জন্মে যাহে বস্তু, লোম যার হেম-পলু । গিরি হিমবতে, ভোটান্ত-তিব্বতে, অনেক লোকের অমু। ধন্য সেই ছাগ, কাশ্মীরে স্বরাগ, তথা স্বর্থে কাল হরে । এ দেশের অজা, যত ধৰ্ম্ম বজ৷, বলিতে নিয়োগ করে। ধোসা খেস পটু, শীতনাশে পটু, বনাৎ বিবিধ মত । সুলভ কম্বল, খোদাবন্দ নিয়ামৎ ৷ অনিয়াছে বাজি, তুর্কী আর তাজি, সারাজী সৈন্ধব ও সেরা । বিপাশার ধীরে, হাজারে হাজাবে, আসিয়ে পড়িল ডেরা। সংবাদ শবণে, ত মনে অতি । পবন-সোসর, দিবানিশি করে গতি । श्राँझछ्शिा, यांन्न সময় বিচার, তিলেক নাহিক করে । ঘেরে কফিলীয়, রজনী দুই প্রহরে। ভেবে নিরীলম্ব, মোগল বণিকৃ-চয় । করে আঁকু বাঁকু, “গের গের ডাকু,” আর আল্লি আল্ল কয় । আছিল গোয়ার, কতক সোয়ার, উঠে তারা তেড়ে ফুড়ে। হয়ে ক্রোধানিত, সাধুর সহিত, ब्रभं-ब्रक्र निल यूएफ़ ॥ করে কলরব, যত সব সরদার । “शांश्च शांब्र शांख्र, হো হসিয়ার, খবরদার খবরদার।” मू:र्थेौज़ नषज, সাধু সহ গণে, চলিল সত্বর, मांबांनज लुंग्नि, হলো হতভম্ব, उग्नांल थांश्स, • সিদেশে জাত বােড়া। চোপ চেপি চোপ, তরবার কোপ, ঝপ্ত বাপু বীপে ঢাল। কাটিলে গৰ্দ্দানী, কোথায় মর্দানী, দেখিতে অতি করাল। জ্ঞান শূন্য ধড়ে, কেহ ভূমে পড়ে, কর পদ কারু কাটা । কেহ উদ্ধ নেত্রে, পড়ে রণ-ক্ষেত্রে, কাটা ললাটের পাট । কারু মুখ খোলা, চক্ষু দুই ঘোলা, প্রকাশিত দন্তপতি। দেখা যায় মাড়ি, রুধিরাক্ত দাড়ি, ছাইয়ে পড়েছে ছাতি ৷৷ দেখিতে ভীষণ, জালায় কানাৎ তাৰু। কিছুক্ষণ পরে, অন্যায় সমরে, যবন হইল কাবু। কঠিন রসায়, বন্ধন দশায়, পড়িল কয়েক জন । সাধুর সদনে, পুণত-বদনে, করিতেছে নিবেদন । দেউট রেীসন, “কেন হে এমন কাজ কর যুবরাজ ? , অযশ ঘুষিবে তব ধরণা-সমাজ । আমরা বণিকৃ জাতি বাণিজ্য ব্যবসা । জগতের হিত-বতে ভাগ্যের ভরসা। যথায় বিরাজে শান্তি সুখ-সিংহাসনে । তথায় বণিক যায় ধন অনুেষণে । সেই দেশে কমলার শুভদৃষ্টি হয় । মান কি না এই কথা হিন্দু মহাশয় ? হিন্দুস্থান শাস্তি-স্থান সংবাদ শবণে । এসেছি তোমার দেশে বাণিজ্য কারণে । সুখের বাণিজ্যে হয় দেশের উনুতি । বণিকের ধনবৃদ্ধি তাহার সংহতি। দেখিতেছ অনিয়াছি ঘোড়া আর উট। এ সকল নহে দেশ করিবারে লুট। মানসেতে নাই কিছু অনিষ্টের আশ । अवा निव, वर्षे जब, ७ई छनT यांगी ।