পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী-উপাখ্যান brt মোহভঙ্গে পুনৰবার বাড়িল যাতন । অবশ্যই ইহার অাছে গূঢ় অভিপ্রায় । চক্ষে অশ্রু সহ শোভে ক্রোধ-অগ্নিকণী । মম ত্রাণ হেতু কোন করেছে উপায়। এ কি বিপরীত ভাব জলে অগ্নি জলে । যে হোক্ রহিল পৃtণ এই প্ৰতিজ্ঞায় { কবি কহে বিজলী চমক মেঘদলে । পদিনী আসিবে যবে লইতে বিদায়। মোহ-মেঘে ক্ৰোধ-সৌদামিনী দেয় দেখা । शब्रिटग्र ब्रार्थिब मिझा नृफ़ यांजिग्रन । সেই হেতু জলে জলে অনলের রেখা ৷ কে তাহারে লবে মোর থাকিতে জীবন ৷৷ ভাবে রায় "হায় হায় কি করি উপায় । তাহে যদি প্ৰাণ যায় কিবা দুঃখ তায় । পদ্মিনী অসতী হয়ে বঞ্চিল আমায়। জীবন ত্যজিব নিজ রমণীর দায় । এত দিনে শাস্ত্র মিথ্যা হইল নিশচয় । করিব আপনা ধৰ্ম্ম যথাসৰ্ম্ম-নীতি । অবলা সরলা জাতি কোন মচ কয় ? সে ভূগিবে যোগ্য ফল যার যে পকৃতি ।” পতারিতে আমারে তাহার ছিল মনে । এখানে পদিনী সতী অস্তরে বিচারি। সেই হেতু বলেছিল দেখাতে দর্পণে । ধরিলেন সামরিক বেশ মনোহারী । ধিক্ ধিক্ পদ্মিনী ধরিলি মিছে নাম । দুই স্কন্ধে পুলম্বিত যুগ্ম শরাসন । কামচারী নিশাচরী সম তোর কাম । কটিতটে খর করবাল সুশোভন । কঠিন হৃদয় তোর কঠোর পাষাণ । করে ধরিলেন শূল অতি খরশাণ । তোর মায়া রাক্ষসীর মায়ার সমান । পৃষ্ঠে বাধা অসি চৰ্ম্ম বৰ্ম্ম পরিধান । তোর চেয়ে নিশাচরী রাখে ধৰ্ম্মভয় । ধরণী-চুম্বিত চারু বেণী চিকণিয়া । হিড়িম্বার পতিভক্তি-কথা সুধাময়।। বিচিত্র কিরীটে বদ্ধ করে বিনাইয়া । তুই লো নিদয়া অতি সূৰ্পনখা সম । হইল অপূর্ব শোভা কি কব বিশেষ । মায়ায় মোহিয়ে সান ছিলে মনোরম ৷” যেন জগদ্ধাত্রী দেবী সারে প্রবেশ । পুনর্বার ভাবে মনে এমন কি হয়। ধন্য রাজ্যপুত্রদেশ বীরত্ব আশ্ৰম। • আমারে বঞ্চিয়া যাবে যবন-নিলয় । ধন্য ধন্য রাজপুত্র-বংশ পরাক্রম। কোন্‌ দোষে দোষী আমি তাহার নিকটে। যেই বংশে অবতীর্ণ বীর-প্রসূ সবে। কভু নহি অপরাধী প্রকাশ্য কপটে। ধৰ্ম্ম অনুরোগে মাতে সমর-আসবে। লিখেছে প্রথমে আসি দেখিবে আমায়। দূরে ফেলে বেশ ভুষ গন্ধ বিলেপন । জনমের মত তাহে লইবে বিদায় । দূরে ফেলি বীণার বাদন বিনোদন । এ কথার ভাব কিছু বুঝিতে না পারি। লাজ-ভয় পরিহরি ধরি প্রহরণ। কেন বা আসিবে আর যদি হবে তারি ? আরোহি তুরঙ্গোপরি করে ঘোর রণ। ববি মম মনোব্যথা বাড়াইয়ে তায় । বীণার বাদন চেয়ে তাদের নিকটে । একেবারে জ্ঞানশূন্য করিবারে চায়। রণবাদ্য সে সময় আনন্দ প্রকটে । অামারে করিয়া ক্ষিপ্ত লিপ্ত হবে সুখে । স্বভাবতঃ যাহাঁদের সদা ভীত মন । ক্ষণমাত্র সস্তাপিত না হইবে দুঃখে। ভীরু কুরঙ্গের তুল্য যুগল নয়ন ॥ এমন কি হবে কভু তাঁর অভিপ্রায় । কুসুম-চয়নে যারা শুস্তিমতী হয়। তবে কেন লিখিয়াছে লইবে বিদায়। কোমলা বালা বলি যাহাঁদের কয় । বিশেষত: লিখিয়াছে করি আবিষ্কার। হেন সুকুমারী নারী রণ-রঙ্গে ধায়। সঙ্গেতে সহস দাসী আসিবে তাহার। অক্ষয় বংশের ধৰ্ম্ম কিছুতে কি যায় ? জনেক কি সাধু নাই তাহার ভিতর। ধন্য রাজপুত্ৰ-দার সাহস সুন্দর। একেবারে ধৰ্ম্ম কি হয়েছে দেশাস্তর । কত পুরাবৃত্তে তার ব্যাখ্যা মনোহর ॥