পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रत्रलांल-3शांगलौ سياسb হের্থ। বাঘ-নখে আঙ্গুলি সাজে। হৌথ মণিময় কঙ্কণ বাজে । বীরগণ করে বল্লম ভাঁজে । বরমালা দেবীকরে বিরাজে । রাজন্যের গলে রুদ্রাক্ষের মালা । রতুহার পরে আমর-বালা । ক্ষত্রিয় দিতেছে ধনুকে গুণ । কামিনী কটাক্ষ-শরে নিপুণ। তুরঙ্গ সাজায় ক্ষত্রিয়গণ । অপসার। কবিছে রথ শোভন । আসিবে তাহাতে মুরেন্দ্ৰদল । স্বরেন্দ্র-ভবন হবে উজ্বজল। এইরূপ ধাfন করি মানসে । সমরে সকলে যায় সাহসে । ধন্য রে ধরমে রতি অপাব । তা ভিনু এ ভবে আছে কি আপ ? ভুজঙ্গ-পূয়াত । মহাঘোর যুদ্ধে মুসলমান মাতে। দিবাসীর ভেদে ক্ষমা নাহি তাতে । সহস্কে যোদ্ধ। চিতোবের পক্ষে । বিপক্ষের পক্ষে যুঝে লক্ষে লক্ষে । বহে রক্ত-বাব বঁদেল-শীরে । হয় সুতি সেনা ঘন স্বেদনীলে । গুড় ন গুস্থ গুড় ন গুস্থ মহাশবদ তোপে । পড়ে সৈন্যঠাট তরবার কোপে । গুলী-পূর্ণ বন্দুক সঙ্গীন জাকে। দুড় দুড়, দুড় দুড় দুড় দুড় হাঁকে II করে বাদ্য নন। শিঙ্গা ঢোল ঢাকে । রণক্ষেত্র ধূলা রবের্লোক ঢাকে। শন শৰু শানু শৰু গুলীপুঞ্জ ছোটে । সিপাহীর বক্ষে শিলাবৃষ্টি ফোটে। মহা চণ্ড গেলি। সদা ধায় বেগে । পুহারের চোটে সব যায় ভেগে । ছুটে মাতোয়াল করিষুৰ্থ বেগে । চলে তার উদ্ধে বৃহত্তোপ দেগে । তুরঙ্গে তুরঙ্গী করে ঘোর যুদ্ধ। সহাস্বামী ধূমে হলো দৃষ্টি রুদ্ধ । ধরা স্তন্ধ শবেদ মরে জীব তাহে । নদী-বেগ বদ্ধিষ্ণু রক্ত-প্রবাহে। শবস্তুপ পার্বে শিবাহাসি-সঙথ। মহানন্দ লাভে করে রঙ্গ ভঙ্গ । কুত: ফেরুপালে পিয়ে রক্তধারা । অপৰ্য্যাপ্ত ভোজ্য মনস্তৃপ্ত তারা। চিতোরের সেনা যুঝে বিক্রমেতে। জনাভাব হেতু প্রভীত ক্রমেতে। বাদশাহের সমর-বিজয় | বল বল বলে ধরতিলে, লোকবল বল মাত্র ফলে । সেই বলে যেই বলী, বলবাৰু তারে বলি, যদি বল প্রকাশে কৌশলে । ধৈর্য্য বীৰ্য্য সাহস সম্বল, কি করিবে শুষ্ক এ সকল ? কতক্ষণ থাকে ধৈর্য্য, কতক্ষণ বীৰ্য্য-স্থৈৰ্য্য, কতক্ষণ শরীরের বল ? বলাধান প্রধান মাতঙ্গ, তৃণদল বাঁধে তার অঙ্গ । স্তবাসুব এক মতে, মন্দরে সাগর মথে, রজুলু যাহে বাসুকি ভূজঙ্গ। একতায় হিন্দুরাজগণ, মুখেতে ছিলেন অনুক্ষণ । যেভাব থাকিত যদি, পার হয়ে সিন্ধু নদী, আসিতে কি পারিত যবন ? এখানেতে দিল্লীর সম্রাট, সঙ্গে অগণিত সৈন্যঠাট । যেন পঙ্গপালদল, ছাইল সকল স্বল, কিব মাঠ কিবা ঘাট বাট । রাজপুত সেনানী হাজার, পদাতিক চারিগুণ তাঁর । শত্রুসংখ্যা অগণন, তাহাতে সন্মুখ রণ, কতক্ষণ করিবেক অার ? অরুণ-উদয়ে তারাগণ, একে একে অদৃশ্য যেমন । সেরূপ ক্ষত্রিয়গণে, যুদ্ধ করি প্রাণপণে, ক্রমে ক্রমে পাইল পতন ।