পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী-উপাখ্যান বিক্রমেতে এক এক বীর, কত শত কাটি শত্রুশির । শরাঘাতে জরজর, শক্তিশূন্য কলেবর, পরিশেষে ত্যজিল শরীর । চিতোরের সেনানী প্রধান, গোর নামে খ্যাত মতিমা । বিনাশি সহস অরি, খর শর শয্যা করি, ভীষ্ম পায় ত্যজিলেন প্ৰাণ । তাঁর ভ্রাতৃপুত্র গুণধর, দ্বাদশবর্ষীয় বীরবর । বাদল তাহার নাম, বীরত্ব-ধীরত্ব-ধাম, যুদ্ধ করে অতি ঘোরতর। চপলার প্রায় যথা তথা, অতি বেগে ধায় মহারথ । যেন পুলয়ের ঝড়ে, অসংখ্য যবন পড়ে, বিক্রমের কি কহিব কথা ? সঙ্গে মাত্র নাহি সহচর, সমর করিল একেশ্বর। নাহি স্থান নিরূপণ, বরিষয়ে প্রহরণ, যথা দেখে যবনা-নিকর । নব অনুরাগের অনল, পুজলিত মানস-কমল । তুরঙ্গে ত্বরিত ছুটে, খর শর অঙ্গে ফোটে, নহে মাত্র তাহাতে বিকল । হেরি দিল্লীপতি ক্রোধে জলে, উপনীত হয়ে রণস্থলে । মুখে শবদ মার মার, বাদলের চারিধার, ঘেরিল অগণ্য সৈন্যদলে । যথ ব্যুহ রচি সপ্তরর্থী, অভিমন্যে বদ্ধ করে তথি । সেইরূপ বাদলেরে, বেরিলেক কত ফেরে, রাজপুত্রসেনা-সিন্ধু মথি । বাদলের বারিধারা পায়, পড়ে অস্ত্র বাদলের গায় । বৰ্ম্মে চৰ্ম্মে ঠেকে বাণ, হয়ে শত শতখান, অবিরত পড়িছে ধরায় । হেনকালে নিশা আগমন, অস্তাচলে চলিল তপন । y३ ԵՏ তিমিরে পূরিল বিশু, क्छुिई ना इग़ मृ*ा, অস্থির হইল সেনাগণ । একে শরাঘাতে হত বল, তাহে ক্ষুধা তৃষ্ণায় চঞ্চল। সহর্বাঙ্গে রুধির ঝরে, ললাটেতে স্বেদ ক্ষরে, বিকল হইল সৈন্যদল । বীর শিশু সাহসে যুঝিয়া, উপযুক্ত সময় বুঝিয়।। জীবনাশী পরিহরি, এক দিক্‌ লক্ষ্য করি, আক্রমণ করিল গজিয়া । ব্যুহভেদ করি শিশু ধায়, । তিমিরে অলক্ষ্য তাঁর কায় । অতিশয় কুস্তিদেহে, যেমন পবেশে গেহে, भृझर्छुश्रज्र अगनि थञ्चाग्न । হেরি পুরবাসিনী সকলে, “হায় কি হইল” সাবে বলে । বাদলের মাতা আসি, নয়নের জলে ভাসি, ধূলায় লুটায় সেই স্থলে । কতক্ষণ গতে এ প্রকারে, মোহ ত্যাগ করায় তাহারে । थुकोनि नग्ननान्नुख्, शृंगांब्रिज मूई जुख. জননীর কোলে যাইবারে । জননী আমনি তাঁয়, মণিপৃপ্তি ফণি-প্রায়, কোলে লয় চুম্বিয়ে বদনে । বলে "ওরে বাছাঁধন, হেরিব ও চন্দ্রীনন, এমন ছিল না অরি মনে । হী রে এ কি অসম্ভব, কাল পায় শত্রু সব, তুই অতি বয়সে শৈশব। কেমনে করিলি রণ ? দুরন্ত যবনগণ, কালানল পায় সে আহব। করিপ্রায় তারাবলী, लुई ८ज्ञ कमजकनि, ठूटकांशज ननौत श्रृंउनैो । ভাবিয়াছি এতক্ষণ, বুঝি ওরে বাছাঁধন, ফাকি দিয়ে গিয়াছ রে চলি । শরবিদ্ধ দেহময়, ইহা কি রে প্রাণে সয়, রুধির বহিছে ধীরে ধীরে । বিধি কি পাষাণ দিয়ে, १iर्ष्टिल यबन-द्विट्झ, ধিক্ ধিক্ ধিক্ যত বীরে।"