পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্মিনী-উপাখ্যান ఏ) ७नि उँौशगिर्श ब्रांग्र, দাবদগ্ধ মৃগ প্রায়, নিরাশায় পূর্ণ বক্ষোদেশ। শত্ৰু-সেনা সিন্ধু মথি, হত যত মহারথী, মরিল সাহসী সেনাগণ । অস্থির হলেন নৃপ, অন্তরেতে শোক-দীপ, খরতর জলে অনুক্ষণ । অবিরত চিন্তানলে, হৃদয়-কানন জলে, দগ্ধ তাহে মানস-কুরঙ্গ । দিবানিশি সমভাব, প্রসনুতা তিরোভাব, দিন দিন বিমলিন অঙ্গ । ক্ষুধা তৃষ্ণ নিদ্রা শাস্তি, গত সব কত ভ্রাস্তি, হৃদয়ে উদয় প্রতিক্ষণ । বসিয়ে বিজন স্থলে, সিক্ত হয়ে অশ্রুজলে, হেঁট-মুখে করেন রোদন। একদ) ক্ষণদী গতে, আলস্য নয়নপথে, করিলে পলক দ্বাররোধ, দেখিলেন কালীমুক্তি, স্তম্ভ হতে পেয়ে সম্মুত্তি, কহিতেছে বচন সক্ৰোধ । “গুন ভীম বাক্য মোর, মঙ্গল হইবে তোর, যদি ক্ষ বা নিবার আমার । क्रूषांग्र स्रजिग्ना गब्रि, দে রে খাদ্য ত্বরা করি, • নর-মেদ-রক্ত উপহার।" রাজা কন, “হে চামুণ্ডে অগণিত সৈন্যমুণ্ডে, ক্ষুধা-শাস্তি না হলো তোমার ! আর কি খাইবে কালি ? সকলি দিয়াছি ডালি, রক্ষ রাজ্য হয় ছারখার ।” দেবী কন, “মহাযশ, আছে পুত্র একাদশ, মম গ্ৰাসে কর সমর্পণ। পরিতৃপ্ত হব তায়, তোমার ঘুচিবে দায়, शर्नेि झाँर्थ आँशtन्न सिक्रन । তিন দিন পুত্ৰগণে, বসাইয়া সিংহাসনে, রাজ্যাম্পদে করিবে বরণ । ক্রমে একাদশজন, পৃ,াণপণে করি রণ, মম গ্রাসে হইবে পতন।” এত বলি অন্তহিতা, হইল অপরাজিতা, মোহ যায় ভীমসিংহ রায় । মূঢ়ৰ্ছ ভঙ্গে ভাবে ভূপ, "এ কি ভয়ঙ্কর রূপ, এখনো শঙ্কায় কাপে কায় ৷ এ কি মম কৰ্ম্মভোগ, জাগুতে স্বপন-যোগ, নয়নেতে নাহি নিদ্রালেশ । মম দুর্গ-অধিষ্ঠাত্রী, সকল মঙ্গলদাত্ৰী, দেখা দিল ধরি ভীমবেশ । করেছি কি অপরাধ, পদে পদে কি প্রমাদ, হায় হায় কি করি উপায় ? দেবী নিশাচরী প্রায়, পুত্ৰগণে খেতে চায়, হায় দু:খ কহিব কাহায়। যেই নন্দনের লাগি সংসারেতে অনুরাগী, হয়ে লোক চাহে ধন জন । এমন নন্দনগণে, কালীগীসে সমর্পণে, রাজ্যে মোর কিবা প্রয়োজন ?” চিস্তা করি এইরূপ, বাহির দেওয়ানে ভূপ, বার দিয়া বসিলেন গিয়া । পাত্ৰ-মিত্র-সন্নিধান, কহিলেন মতিমান, কালিকার বাক্য বিবরিয়া । শুনিয়ে অমাত্যগণ, করিতেছে নিবেদন, মনে মনে মানিয়া বিস্ময় । “হয় হেন অনুভব, চণ্ডিকার আবির্ভাব, প্রকৃত ঘটনা কভু নয় । বিষম বিপদকালে, fচন্তারূপ মেঘজীলে, জড়িত বিজ্ঞান-বিভকির । অনাহারে অনিদ্রায়, শরীরের বল যায়, অচেতন ইন্দ্রিয়-নিকর । জাগুতে স্বপুের ভোগ, চক্ষে মিথ্যা দৃষ্টি-যোগ, শ্রুতিপথে মিথ্যা স্বরবাদে । মিথ্যা ভয়ে চিন্তাকুল, বাতলের সমতুল, হয়ে লোক কভু হাসে কাদে । এই হেতু বোধ হয়, বিভীষিকা সত্য নয়, কালী কেন হইয়া নিদয় । কহিবেন হেন বাণী ? যেই বরাভয়পাণি, তব রাজ্য-পদো পদ্মালয় । তবে সে বিশ্বাস হয়, সভাজন সমুদয়, সাক্ষাতে প্রত্যক্ষ যদি হন। থাকিব সকলে সাক্ষ্য, কহিলে দারুণ বাক্য, তলে যথ। কর্তব্য-সাধনা ।”