পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెఅ ब्रघलांग-aइांबलौ হেন সাহসী কে হয় ? অতিক্রম করি দ্বার, প্রবেশে ভিতরে তার, সদা বহে বায়ু বিষময় । • এই গুহার নিকট । হলে চিতা আয়োজন, আবির্ভূত হুতাশন, কালানলস্বরূপ বিকট । পরি বসন-ভূষণ । হইলেন উপনীত, রাখিতে কুলের হিত, সহস্ৰ সহস্র রামাগণ । আগে পদ্মিনী আসিয়া । সকলেরে সম্বোধিয়া, মুসাহস সংবন্ধিয়া, কহিলেন হাসিয়া হাসিয়া । সহচরীদিগের প্রতি উৎসাহবাক্য। এসে এসো সহচরীগণ । হুতাশন গ্রাসে করি জীবন অপণ। ধর সবে মনোহর বেশ, বধি বিনাইয়ে কেশ । চলহ অমরাবতী করিব প্রবেশ । ওরে সখি আজি রে মুদিন, ঘটিয়াছে ভাগ্যাধীন । শুধিব জীবন-দীনে পতি প্ৰেম-ঋণ । আজি অতি সুখের দিবস, পাব সুখ-মোক্ষ যশ । বিবাহের দিন নহে এরূপ সরস । পরিণয় প্রমোদ-উৎসবে, ভেবে দেখ দেখি সবে । পতি যে পদার্থ কিবা কে জানিতে তবে ? সবে তবে ছিলে লো বালিকা, যথা মুদিত মালিকা । আলি যে আনন্দদাতা জানে কি কলিকা ?

  • বোধ হয়, গুহা-গুপ্ত গৃহমধ্যে কার্বনিক আসিড গ্যাস নামক ক্ষীরামু প্রধান বাষ্পবায়ুর আবির্ভাব থাকিবে, তাহ পাণিমাত্রের প্রাণহারক, ইহাপসিদ্ধই আছে। টড এতাবৎ শঙ্কাক্রমে তন্মধ্যে পুবেশ করেন নাই। -

সকলেতে জেনেছ এখন, পতি অতি প্ৰাণধন। যার জন্যে যুবতীর জীবন ও যোবন। হেন ধন নিধন অস্তরে, এই ছার কলেবরে । রাখিবে এ ছার প্রাণ আর কার তরে ? বিশেষতঃ যবনের ঠাই, কোনরূপে রক্ষা নাই । ভাবিলে ভাবীর দশ মনে ভয় পাই । সতীত্ব সকল ধৰ্ম্মসার, যার পর নাই আর | যুগে যুগে ক্ষত্রিয়ের এই ব্যবহার। অতএব এসো লে৷ সকলে, গিয়ে পূবেশি অনলে। যথা পতি তথা গতি লোকে যেন বলে। স্বর্গগত রাজপুত্ৰ সবে, প্ৰাণ ত্যজিয়া আহবে । বিহfরছে নিত্যধামে আনন্দ-উৎসবে । তোমাদের তাসীর আশায় আছে চাতকের পায়। তোমরা জগতে রবে করি ভরসায় ? সকলের পরীক্ষা হইবে, ভাল ঘোষণা রহিবে । কে কেমন পতিবতা লোকেতে কহিৰে । এস যাই আমর-নগরে সবে অনিন্দ-অস্তরে । বিলম্ব উচিত নহে এসে। লো সত্ত্বরে । এত বলি নৃপতিললনা, পতিভক্তি পরায়ণ । দিবাকরে করে স্তব কুরঙ্গ-নয়ন । & স্তোত্র | “জয় স্বরপতি ভাস্কর । সমুদয় সুখ-পুষ্কর । ধরম-করম-aক্ষক ! সকল-চরিত-লক্ষক ।