পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলুষ-কলস-ভেদক । उव-उग्न-5ग्न-८छ्नक् ! সুমতি-মুরতি-চালক । স্বnবনত-জন-পালক । তিমির তুহিন-মোচন । জয় জয় বিভুলেচন । ফুল-ফল-দল-জীবন । জলধর-তনু-সীবন। খরতর-কর-বৰ্ত্তন ! জয়দ জয় বিকৰ্ত্তন । উদয়-অচল শোভন । द गजनन-प्रद*ांउन ! নৃপকুল-চয়-অকির । পুণত পতিত, যা কর । মুক্তি তুহ কুল-কামিনী । হর মম দুঃখ যামিনী।" পরে অগ্নি পদক্ষিণ করি, পতি-পদৰজ হৃদয়ে সারি । প্রবেশে প্রোজ্জল চিত৷ সাহসে নির্ভরি। অস্তাচলে করিলে গমন, যথা রোহিণী রমণ । একে একে প্রভাতে অদৃশ্য তারাগণ । সেরূপ পদ্মিনী পদাকির, পুরবাসি-ললনানিকর । অনলে প্রবেশ করি ত্যজে কলেবর । হলো অতি দৃশ্য ভয়ঙ্কর, ভাবে শিহরে অন্তর। প্রচণ্ড দহন-শিখ পরশে অম্বর। চট্‌ চট্‌ মহাশবদময়, ধূমপূর্ণ পুরীময় হয়। চন্দন-গুগগুলু-গন্ধে সমাকীর্ণ হয় । রণস্থলে ভীমসিংহ রায়, অগ্নি দেখি বারে বারে চায়। घiनिज अंनूिनी जठी उाखिरजन कब्र । যেন নিষাদের খরশরে, জরজর কলেবরে । মৃত্যুকালে কুরঙ্গ গরজে ঘোর-স্বরে । సిలి পদ্মিনী-উপাখ্যান እግ তাহে যদি করে দরশন, कूब्रक्रिकैौब निशन । বিষম বিক্রম মৃগ প্রকাশে তখন। সেইরূপ মহারাণ। ভীম, হৃদে সন্তাপ অসীম । চরম সময়ে যুদ্ধ করে অতি-ভীম । কত শত শত শত্রু পড়ে, যেন পলয়ের ঝড়ে । পতিত অসংখ্য তরু স্থলিত-শিকড়ে অবশেষে শক্তিশূন্য কায়, সিন্ধু-ছাড়া তিমি-প্রায় । পড়িল বীরের চূড়া ভীমসিংহ রায়। চিতোরাধিকার । शांजरॉीं★ां । মুসলমান, বেগবান, হয়রাণ, চাপে । অনুক্ষণ, নিয়োজন, পহরণ-চাপে । সমুদ্ভূজল, ঝলমল, মুক্তাফল, তাজে । কত ঝল্ল, * মল্ল, হাতে ভল্ল ভাঁজে । ফলকের, ঝলকের, আলোকের ছাদ । যেন জ্বলে, সিন্ধুজলে, তারাদলে চাদ । কটাকটু, চট্‌ চট্ট, পট্ পট্‌ শবদ । মার মার, শোর শার, চারি ধার স্তব্ধ । কাটিয়ার, + অাসোয়ার, তরবার হস্তে । টানিতেছে, হানিতেছে, আনিতেছে দস্তে । কেবাড়ের, ধীরে ফের, দেওড়ের জাক । দুড় দুড়, হুড় মুড়, গুড় গুড় ডাক ।

  • ইহারা বাত্য ক্ষত্রিয়, রাজপুতানায় অদ্যাপি ঝাল নামে প্ৰসিদ্ধ। আলাউদ্দীন চিতোরাধিকারসময়ে সর্বোগে সেই বল্লবংশীয় বালোরপ্রদেশীয় রাজা মল্লদেবকে হস্তগত করিয়া চিতোরের শাসনকর্তৃপদে নিযুক্ত করিয়া যায়।

+ রাজপুতানার অন্তঃপাতী প্রদেশবিশেষ । উক্ত প্রদেশীয় প্রসিদ্ধ ঘোটকগণ তনুমেই খ্যাত ||