পাতা:রজত-গিরি.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক।
১৩


খিবি, লাথিয়ে লাথিয়ে তোর দফা নিকেস করব, হতভাগা মিনসে কোথাকারে! এই নে এক ঘটি জল, আর এই নে এক কুনকে চাল, এখন এই নিয়ে জঙ্গলে দৌড়ে যা। যদি আজকের বার মত কিছু শীকার করে না আনতে পারিসূ তো টেটাে পাবি, লাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেব। ( প্রস্থান) মুকুন্দ। দেখরে সবাই, চলে মুকুন্দ শীকারী রূপবতী প্রেয়সীর কোমল আজ্ঞায় ধনুর্ব্বাণ হাতে করি অরণ্যের মাঝে। আসুক সহস্র শত্রু নাহি করি ভয়। (সমবেত বাদ্যকারীগণের প্রতি) যথা ঘের ইরম্মদ গগন বিদারি' ভূকম্পে কঁপিায় সব পুথিবী জলধি, সেইরূপ বজ্ররবে বাজ তুরি-ভেী! ( ঘোর বাদ্য—মুকুন্দের প্রস্থান—কিঞ্চিৎ পরে পুন: প্রবেশ—কোমল বাদ্য।) মুকুন্দ। কি সুখ ভ্রমিতে হেন ছায়াময় বনে। তারা সম জুই যথা সুরভি নিশ্বসে, মলয়-সমীর বহে মাতিয়া চৌদিকে,