পাতা:রজত-গিরি.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8& অস্ত্রশস্ত্রে সুসজ্জিত আসিছে এদিকে, মুহুমুহু কাপে ধরা তারি পদ-ভরে। (রাজকুমারের প্রবেশ ) সন্ন্যাসী । মহাবল-পরাক্রাস্ত হে রাজকুমার ! কোন দুর্ব দেশ হতে, কিসের উদ্দেশে সসৈন্তে হইল তব হেথা আগমন ? রাজকুমার। পঞ্চাল-রাজার পুত্র আমি গুরুদেব ! সুধমু নামেতে খ্যাত, একবার যবে শত্রু নিধনিতে যাক্ট স্বদেশ ছাড়িয়া, মহারাজ পিতা মোর দুষ্টের কথায় দিলেন আমার স্ত্রীর মরণ-আদেশ ; সে কথা শুনিয়া সতী গেছেন পলায়ে । প্রেম-আশা-ভরে তাই রজত-পৰ্ব্বতে দ্রুতগতি যাইতেছি প্রিয়ার উদ্দেশে । আশ্রম-সৌন্দর্য হেরি হইয়া মোহিত আইলাম তপোধন তব সন্নিধানে। সন্ন্যাসী । দুই দিন হ’ল আজি—একটি ললনা রূপেতে উৰ্ব্বণী সম—হরিণীর প্রায়