রজনীর কথা । চারিট) সাড়ে চারিটা ঘোড়া—আর দেড়খান গৃহিণী। একজন আদত—একজন চিরকুগ্র এবং প্রাচীন । র্তাহার নাম ভুবনেশ্বরী—কিন্তু তার গলার সাই সাই শব্দ শুনিয়া রামমণি ভিন্ন অন্ত নাম আমার মনে আসিত না । আর যিনি পুরা একখানি গৃহিণী তাহার নাম লবঙ্গলতা। লবঙ্গলতা লোকে বলিত, কিন্তু তাহার পিতা নাম রাখিয়াছিলেন ললিতলবঙ্গলত, এবং রামসদয় বাবু আদর করিয়া বলিতেন ললিত-লবঙ্গ লতা-পরিশীলন-কোমল-মলয়-সমীরে। রামসদয় বাবু প্রাচীন, বয়ঃক্রম ৬৩ বৎসর। ললিতলযঙ্গ-লতা, নবীন, বয়স ১৯ বৎসর, দ্বিতীয়পক্ষের স্ত্রী—অাদরের আদরিণী, গেীরবের গেীরবিণা, মানের মানিনী, ময়নের মণি, ষোলআন গৃহিণী। তিনি রামসদরের সিন্ধুকের চাবি, বিছানার চাদর, পানের চূণ, গেলাসের জল । তিনি রামসদয়ের জ্বরে কুইনাইন, কাশীতে ইপিকা, বাতে ফুনেল, এবং আরোগ্যে স্বরুয়া । নয়ন নাই—ললিত-লবঙ্গ-লতাকে কখন দেখিতে পাইলাম স1–কিন্তু শুনিয়াছি তিনি রূপসী । রূপ যাউক, গুণ শুনিরাছি । লবঙ্গ বাস্তবিক গুণবতী। গৃহকার্য্যে নিপুণা, দানে মুক্তহস্তা, ঈদয়ে সরল, কেবল থাকো বিষমঃ । লবঙ্গলতার অশেয গুণের মধ্যে, একটি এই দে তিনি বাস্তবিক পিতামহের তুল্য সেই স্বামীকে ভাল বাসিয়ে ন—কোন নবীন নবীন স্বামীকে সেরূপ ভালবাসেন কি না সন্দেহ । ভাল বাসিতেন বলিয়া, র্তাহাকে নবীন সাজাইতেন—সে সজ্জার রস কাহাকে বলি? আপন হস্তে নিতা শুভ্রকেশে কলপ মাখাইয়া কেশগুলি রঞ্জিত করিতেন । যদি রামসদয় লজ্জার অনুরোধে কোন দিন মলমলের ধুতুি পরিত, স্বহস্তে তাহা ত্যাগ করাইয়া কোকিল পেড়ে, ফিতেপেড়ে, কন্ধাপেড়ে পরাইয়া দিতেন—মলমলের
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।