8 রজনী ! রাখিলে ছয় না ? কই, আমি রজনীর বাড়ী গিয়াছিলাম সে ত, সেই অবধি আমার বাড়ী একবারও আসে নাই ! ডাকিয়া পাঠাইলে না আসিয়া থাকিতে পারবে না। এই ভাবিয়া আমি রজনীর গৃহে লোক পাঠাইলাম—বলিরা পাঠাইলাম যে, আমার বিশেষ প্ররোজন আছে, একবার আসিতে বলিও । মনে করিলাম, আগে একবার শচীন্দ্রের কাছে রজনীর কথা পাড়িয়া দেখি। তাহা হইলে বুঝিতে পারিব, রজনীর সঙ্গে শচীন্দ্রের পীড়ার কোন সম্বন্ধ আছে কি না ? . অতএব, প্রকৃত তত্ত্ব জানিবার জন্য শচীন্দ্রের কাছে গিয়৷ বসিলাম। এ কথা ও কথার পর রজনীর প্রসঙ্গ ছলে পাড়িলাম। আর কেহ সেখানে ছিল না। রজনীর নাম শুনিবামাত্র বাছা অমনি, চমকিত হংসীর ন্যার গ্রীব। তুলির। আমার মুখপ্রতি ಶಕ್ತಿಗ রহিল । আমি যত রজনীর কথা বলিতে লাগিলাম, শচীন্দ্র কিছুই উত্তর করিল না, কিন্তু ব্যাকুলিত চক্ষে, আমার গুড়ি চাহিয়া রহিল। ছেলে বড় অস্থির হইরা উঠিল—এটা পাড়ে, সেটা ভাঙ্গে, এইরূপ আরম্ভ করিল । আমি পরিশেবে রজনীকে তিরস্কার করিতে লাগিলাম ; সে অত্যন্ত ধনলুন্ধা, আমাদিগের পূর্বকৃত উপকার কিছুমাত্র স্মরণ করিল માં এইরূপ কথাবাৰ্ত্ত শুনির শচীন্দ্র অগ্রসন্ন ভাবাপন্ন হইলেন, এমন আমার বোধ হইল, কিন্তু কথার কিছু প্রকাশ প" না —শচীন্দ্র সে কথা ঢাকিয়া প্রসঙ্গাস্তর উথাপিত করিলেন । নিশ্চয় বুঝিলাম, এটি সন্ন্যাসীর কীর্তি। তিনি এক্ষণে স্থানাস্তরে গিয়াছিলেন, অল্পদিনে আলিবার কথা ছিল । তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম। কিন্তু তাহাও মনে ভাবিতে লাগিলাম--ফেতিনিই বা কি করিবেন ? আমি নিৰ্ব্বোধ হুরাকাঙ্ক্ষা পরবশ স্ত্রীলোক-rধনের লোভে অগ্র পশ্চাৎ না ভাবিয়া আপ,
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।