f is রজনী-{ § ধুতিখানি তৎক্ষণাৎ বিধবা দরিদ্রগণকে বিতরণ করিতেন । রামসদয় প্রাচীন বয়সে,আতরের শিশি দেখিলে ভয়ে পলাইত —লবঙ্গলত, তাহার নিদ্রিতাবস্থায় সৰ্ব্বঙ্গে আতর মাথাইয়৷ দিতেন। রামসদয়ের চস্মাগুলি, লবঙ্গ প্রায় চুরি করিয়া ভাঙ্গিয় ফেলিত, সোণাটুকু লইয়া, যাহার কন্যার বিবাহের সম্ভাবন তাহাকে দিত। রামসদয়ের নাক ডাকিলে, লবঙ্গ ছয়গাছ মল বাহির করিয়া, পরিয়া ঘরময় ঝম্ঝম্ করিয়া, রামসদয়ের নিদ্রা ভাঙ্গিয়া দিত । লবঙ্গ লতা আমাদের ফুল কিনিত—চারি আনার ফুল লইয়। দুইটাক মূল্য দিত। তাহার কারণ আমি কাণ । মালা পাইলে, লবঙ্গ গালি দিত, বলিত এমন কদৰ্য্য মালা আমাকে দিস ফেন ? কিন্তু মূল্য দিবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল কবিয়া টাকা দিত। ফিরাইয়া দিতে গেলে বলিত—ও আমার টাকা নয়-দুইবার বলিতে গেলে গালি দিয়া তাড়াইয়া দিত । তাহার দানের কথা মুখে আনিলে মাধিতে আগত। বাস্তবক, রামসদর বাবুর ঘর না থাকিলে, সামাদিগের দিনপাত তই • BS BB DK BB BBS BBB BYSggB BBS BBBgS কাছে অধিক লইতেন না । দিনপাত হইলেই আমরা সন্থ: থাকিতাম। লবঙ্গলতা আমাদিগের নিকট রাশি রাশি দল কিনিয়া রামসদয়কে সাজাইত। সাজাইয়া,বলিত,দেখ,রতিপতি । রামসদয় বলিত, দেখ, সাক্ষাৎ—অঞ্জনানন্দন । সেই প্রাচীনে নবীনে মনের মিল ছিল— দর্পণের মত জুইজনে দুই জনের মন দেখিতে পাইত। তাহাদের প্রেমের পদ্ধতিটা এইরূপ— রামসদয় বলিত, “ ললিত লবঙ্গ লতাপরিশী~~?” লবঙ্গ । হাঞ্জে, ঠাকুরদাদ:মহাশয় দাসী হাজির ।
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।