পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У X o রজনী । আমি বড় কাতর হইলাম। বলিলাম “ দেখ রজনি, তোমার যাহা কিছু দুঃখ তাহ জানিতে পারিলে আমি প্রাণপাত করিয়। তাহ নিবারণ করিব—তুমি কি দুঃখে কাদিতেছ আমায় বলিবে না ?” ব্লজনী আবার কাদিতে আরম্ভ করিল । বহুকষ্ট্রে আবার রোদন সম্বরণ করির বলিল, “ আপনি এত অনুগ্রহ করেন, কিন্তু আমি তাহার যোগ্য নহি ।” আমি। সে কি রজনি? আমি মনে জানি আমিই তোমার যোগ্য নহি । আমি তোমাকে সেই কথাই বলিতে আসিয়াছি। রজনী । আমি আপনার অমুগৃহীত দাসী, আমাকে আমন ‘কথা কেন বলেন ? , আমি। গুন রজনি । আমি তোমাকে বিবাহ করিয়া, ইছজন্ম মুখে কাটাইব, এই আমার একান্ত ভরসা। এ আশা আমায় তগ্র হইলে, বুঝি আমি মরিব । কিন্তু সে আশাতেও যে বিঘ্ন তাহা তোমাকে বলিতে আসিয়াছি । শুনিয়া উত্তর দিও, না শুনিয়া উত্তর দিও না। প্রথমযৌবনে একদিন আমি রূপান্ধ হইরা উন্মত্ত হইয়াছিলাম—জ্ঞান হারাইয়। চোরের কাজ করিয়াছিলাম। অঙ্গে আজিও তাহার চিকু আছে । সেই কথাই তোমাকে বলিতে আসিয়াfছ । তখন ধীরে ধীরে, নিতান্ত ধৈর্য্যমাত্র সহায় করিয়া, সেই অকণনীয়া কথা রজনীকে বলিলাম। রজনী অন্ধ তাই বলিতে পারিলাম। চক্ষে চক্ষে সন্দশন হইলে বলিতে পারিবাম য়জনী নীরব হইয়। রহিল । আমি তখন বলিলাম, “রজান; স্পারে উন্মত্ত হইয়া প্রথমযৌবনে একদিন এই অঞ্জনের কাৰ্য্য কল্পিয়ছিলাম । আর কখন কোন অপরাধ করি নাই,