পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ o রজনী | তাই বলিতেছিলাম, বড়মানুষের বাড়ী ফুল যোগান বড় দায়। • বহুমূৰ্ত্তিময়ি বম্বন্ধরে ! তুমি দেখিতে কেমন ? তুমি যে অসংখ্য, অচিন্তনীয় শক্তি ধর, অনন্ত বৈচিত্রবিশিষ্ট জড় পদার্থ সকল হৃদয়ে ধারণ কর, সে সব দেখিতে কেমন ? যাকে যাকে লোকে সুন্দয় বলে, সে সব দেখিতে কেমন ? তোমার হৃদয়ে যে অসংখ্য, বহুপ্রকৃতিবিশিষ্ট জন্তুগণ বিচরণ করে, তারা সব দেখিতে কেমন ? বল মা, তোমার হৃদয়ের সারভূত, পুরুষজাতি, দেখিতে কেমন ? দেখাও মা, তাহার মধ্যে, যাহার করম্পর্শে ತ श५, সে দেখিতে কেমন ? দেখা মা, দেখিতে কেমন দেখায় ? দেখা কি ? দেখা কেমন? দেখিলে কিরূপ সুখ হয় ? এক মুহূৰ্ত্তজন্য এই মুখময়ম্পর্শ দেখিতে পাই না? দেখা মা ! বাহিরের চক্ষু নিৰ্মীলিত—থাকে থাকুক মা ! আমার হৃদয়ের মধ্যে চক্ষু ফুটাইয়া দে, আমি একবার অস্তরের ভিতর অন্তর লুকাইয়া, মনের সাধে রূপ দেখে, নারীজন্ম সার্থক করি । সবাই দেখে—আমি দেখিব না কেন ? বুঝি কীট পতঙ্গ অবধি দেখে—আমি কি অপরাধে দেখিতে পাই না? শুধু দেখা— কারও ক্ষতি নাই, কারও কষ্ট নাই, কারও পাপ নাই, সবাই অবহেলে দেখে—কি দোষে আমি কখনও দেখিব না ? ना ! न ! अभूtटे नाई । श्लग्रभ८१ भूखिलाम । ७दू, শব্দস্পর্শ গন্ধ। আর কিছু পাইলাম না। আমার অন্তর বিদীর্ণ করিয়া ধ্বনি উঠিতে লাগিল, কে দেখাবি দেখা গো—আমায় রূপ দেখা ! বুঝিল না ! কেহই অন্ধের দুঃখ বুঝিল না। o 一委E。 중 拓※→ *. ~e