রজনী.I পঞ্চম পরিচ্ছেদ । ছোটবাবু ছোট মার কাছে গিয়া, জিজ্ঞাসা করিলেন, * রজনীকে কি বলিয়াছ গা ? সে কাদিতেছে।” ছোট মা আমার চক্ষে জল দেখিয়া অপ্রতিভ হইলেন,-আমাকে ভাল কথা বলির কাছে বসাইলেন—বরোজ্যেষ্ঠ সপত্নীপুত্রের কাছে সকল কথা ভাঙ্গিয় বলিভে পারিলেন না। ছোটবাবু ছোট মাকে প্রসন্ন দেখিয় নিজ প্রয়োজনে বড় মার কাছে চলিয়া গেলেন । আমিও বাড়ী ফিরিয়া আসিলাম । w এ দিকে গোপাল বাবুর সঙ্গে আমার বিবাহের উদ্যোগ হইতে লাগিল। দিনস্থির হইল। আমি কি করিব ? ফুল গাথা বন্ধ করিয়া, দিবারাত্র কিসে এ বিবাহ বন্ধ করিব—- ભરૂં চিন্তা করিতে লাগিলাম। এ বিবাহে মাতার আনন্দ, পিতার উৎসাহ, লবঙ্গলতার যত্ন, ছোটবাবু ঘটক—এই কথাটি সৰ্ব্বাপেক্ষ কষ্টদায়ক-ছোটবাবু ঘটক! আমি এক অন্ধ কি প্রকারে ইহার প্রতিবন্ধকতা করিব ? কোন উপায় দেখিতে পাইলাম না । মাল গাথা বন্ধ হইল। মাতাপিতা মনে করিলেন, বিবাহের আনন্দে আমি বিহবল হইয়া মাল গাথা ত্যাগ করিরছি। - ঈশ্বর আমাকে এক সহায় আনির দিলেন। বলিয়াছি, গোপালবস্ত্রর বিবাহ ছিল—র্তাহার পত্নীর নাম - চাপা—বাপ রেখেছিল, চম্পকলতা । চাপাই কেবল এ বিবাহে অসম্মত । চাপ একটু শক্ত মেয়ে। বাহাতে ঘরে সপত্নী না হর—তাহার চেষ্টার কিছু ক্ৰটি করিল না। হীরালাল নামে চাপার এক ভাই ছিল—চাপার অপেক্ষা ধেত্ব বৎসরের ছোট। হীরালাল মদ খায়--তাহাও অল্প
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।