২৬ রজনী আসিয়াছিল ; সে বলিল “তোর তা ভাবিতে হইবে না। সে সব বন্দবস্ত আমি করিব। আমি সঙ্গে লোক দিব, আমি তাদের বলিয়া পঠাইব । তুই যা ত বল্” মজ্জনোয়ুখের সমীপবর্তী কাঠফলকবৎ এই প্রবৃত্তি আমার চক্ষে একমাত্র রক্ষার উপায় বলিয়া বোধ হইল। আমি সন্মত হইলাম । - o ..চাপা বলিল, “ আচ্ছ, তবে ঠিক থাকিস্ । রাত্রে সবাই ঘুমাইলে আমি আসিয়া দ্বারে টোক মারিব; বাহির হইরা আসিস ।" আমি সম্মত হইলাম।
রাত্রি দ্বিতীয় প্রহরে দ্বারে ঠকৃঠক করিয়া অল্প শৰ হইল । আমি জাগ্রত ছিলাম । দ্বিতীয় বস্ত্র মাত্র লইয়া, আমি দ্বারোদঘাটনপূৰ্ব্বক ৰাছিয় হইলাম। বুঝিলাম চাপা দাড়াইয়। আছে । তাহার সঙ্গে চলিলাম। একবার ভাবিলাম না, একবার বুঝিলাম না, ধে কি দুষ্কৰ্ম্ম করিতেছি । পিতা মাতার জন্য মন কাতর হইল বটে, কিন্তু তখন মনে মনে বিশ্বাস ছিল, যে অন্ন দিনের জন্য বাইতেছি। ৰিবাহের কথা নিবৃত্তি পাইলেষ্ট আবার আসিব । - আমি চাপার গৃহে—আমার শ্বশুরবাড়া ?—উপস্থিত হইলে চাপ। আমায় সদ্যই লোক সঙ্গে দিরা বিদার করিল-পাছে তাহার স্বামী জানিতে পারে, এই ভয়ে বড় তাড়াতাড়ি করিল—বে লোক সঙ্গে দিল, তাছার সঙ্গে যাওয়ার পক্ষে আমার বিশেষ আপত্তি-কিন্তু চাপা এমনই তাড়াতাড়ি করিগ, CB DBBB BBB BBB SBBB S BB BB BDDDD DDS रुङ्ग नि ? হীরালালকে ।