দ্বিতীয় খণ্ড। অমরনাথের কথা । প্রথম পরিচ্ছেদ । আমার এই অসার জীবনের ক্ষুদ্র কাহিনী লিখিয়া রাখিবার বিশেষ প্রয়োজন আছে। এ সংসারসাগরে, কোন চরে ੋਂ আমার এই নীেক ভাঙ্গিয়াছে, তাহা এই ৰিনচিত্রে অধি আঁকিয়া রাখিব; দেখিয়া নবীন নাবিকেরা সতর্ক হইতে পারিশ । আমার নিবাস—অথবা পিত্ৰালয়, শাস্তিপুর-গ্রঞ্জামার বৰ্ত্তধান বাসস্থানের কিছুমাত্র স্থিরতা নাই। আমি সংকায়স্থ কুলোদ্ভূত, কিন্তু আমার পিতৃকুলে একটি গুরুতর ੋ ঘটিয়াছিল। আমার খুল্যতাতপত্নী কুলত্যাগিনী হইয়াছিলেন। আমার পিতার ভূসম্পত্তি বাহ ছিকু-তারা অন্য T অবলম্বন না করিয়াও সংসারযাত্রা নিৰ্ব্বাহ করা বার । লোকে তাহাকে ধনী বলিয়া গণনা করিত। তিনি আমার শিক্ষার্থ অনেক ধনব্যর করিয়াছিলেন। আমিও কিঞ্চিৎ লেখা পড়া শিখিরছিলাম-xকন্তু সে কথায় কাজ নাই। সৰ্পের মণি খাকে আমারও বিদ্যা ছিল। আমার বিবাহযোগ্য বয়স উপস্থিত হইলে আমার অনেক সম্বন্ধ আসিল-কিন্তু কোন সম্বন্ধই পিতার মনোমত হইল না । তাহার ইচ্ছা কন্যা পরমমুম্বী হইৰে, কন্যার পিতা পরম ধনী श्रृ,.५१: কোলীন্যের নিরম সকল বজায় থাকিবে । কিন্তু এরূপ কোন সম্বন্ধ উপস্থিত হইল না। আসল ৰথ,আমাদিগের কুসকলৰ মন্ত্রকোন বড় লোক আমাকে কন্যান দিতে
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।