অমরুমার্থের কথা । ૭૧ একপ্রকার দোকানদারি। আর আমরা যে চক্ষে যে সৌন্দর্য্য দেখি, তাহাও বিকৃত। যে সৌন্দর্ঘ্যের উপভোগে ইন্দ্রিয়ের হিত সম্বন্ধযুক্ত চিত্তভাবের সংস্পর্শ মাত্র নাই, সেই সৌন্দৰ্য্যই ੇ l - এই সময়ে আমাদের কুলকলঙ্ক কন্যাকর্তার কর্ণে প্রবেশ कैबैिल । नक्षक छांत्रिग्रा cशल । श्राभाद्र झमग्नर्थऊर्जौ गtव ७ई লবঙ্গলতায় বসিতেছিল—এমত সমর ভবানীনগরের রামসদর মিত্র আলিয়া লবঙ্গলন্ত ছিড়িয়া লইয়া গেল। তাহার সঙ্গে লবঙ্গলতার বিবাহ হইল। লবঙ্গলাভে নিরাশ হইয়া আমি বড় ক্ষুণ্ণ হইলাম। ইহার কয়বৎসর পরে এমন একটি ঘটনা ঘটিল, তোহ আমি বলিতে পারিতেছি না। পশ্চাৎ বলিব, কি না,তুছিাও স্থির করিতে পারিতেছি না । সেই অবধি আমি ੇ করিলাম। সেই পৰ্য্যন্ত নানা দেশে ভ্রমণ করিয়াই বেড়াই। কোথাও স্থায়ী হইতে পারি নাই। কোথাও স্থায়ী হই নাই, কিন্তু মনে করিলেই স্থারী হইতে পারিতাম। মনে করিলে কুলীনব্রাহ্মণের অপেক্ষা অধিক বিবাহ করিতে পারিতাম। আমার সব ছিল-ধন, সম্পদ,বয়স,বিদ্যা, বাহুবল—কিছুরই অভাব ছিল না ; কিন্তু, অদৃষ্টদোষে একদিনের দুৰ্ব্বস্তুদোষে, সকল ত্যাগ করিয়া, আমি এই মুখময় গৃহ— এই উদ্যানতুল্য পুষ্পমর সংসার ত্যাগ করিয়া, বাত্যাতাড়িত পতঙ্গের মত দেশে দেশে বেড়াইলাম। আমি, মনে করিলে আমার সেই জন্মভূমিতে রম্যগৃহ রম্যসজ্জায় সাজাইয়া, রঙ্গেয় পবনে মুখের নিশান উড়াইরা দিয়া,হাসির বানে দুঃখ রক্ষিসকে বধ করিতে পারিতাম। কিন্তু— এখন তাই "বি, কেন করিলাম না। সুখ দুঃখের বিধান घ
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।