অমরনাথের কথা । 8& একদা রামসদায়ের সঙ্গে মনোহর দাসের ঘোরতর বিবাদ উপস্থিত হইল। মনোহর দু স, বাঞ্ছারামকে বলিলেন, ষে রামসদয় তাহাকে কোন বিবয়ে সহনাতীত অপমান করিয়াছেন। অপমানের . কথা বাঞ্ছারামকে বলিয়া, মনোহর তাহার কার্য্য পরিত্যাগ করিয়া সপরিবারে ভবানীনগর হইতে উঠিয়া গেলেন। বাঞ্ছারাম মনোহরকে অনেক অমুনয় বিনয় করিলেন ; মনোহয় কিছুই শুনিলেন না। উঠিয়া কোন দেশে গিয়া বাস করিঞ্জেন, তাছাও কাহাকে জানাইলেন না । বাঞ্ছারাম রামসদয়ের প্রতি যত স্নেহ করুন বা না করু মনোহরকে ততোধিক স্বেছ করিতেন। সুতরাং Ý. উপর তাহার ক্রোধ অপরিসীম হইল । বাঞ্ছারাম `ತ್ತs কটুক্তি করিয়া গালি দিলেন, রামসদয়ও সকল কথা f:ଣ୍ଣ সহ্য করিলেন না । পিতা পুত্রের বিবাদের ফল এই দাড়াইল, যে বাঞ্ছারার্থ পুত্রকে গৃহবহিস্কৃত করিয়া দিলেন । পুত্রও গৃহত্যাগ করিয়া, শপথ করিলেন, আর কখনও পিতৃত বনে মুখ দেখাইবেন না । বাঞ্ছারাম রাগ করিয়া এক উইল করিলেন। উইলে লিখিত হইল বে বাঞ্ছারাম মিত্রের সম্পত্তিতে তস্য পুত্র রামসদয় মিত্র কখন অধিকারী হইবেন না। বাঞ্ছারাম মিত্রের অবর্তমানে মনোহর দাস, মনোহর দাসের অভাবে মনোহুয়ের উত্তরাধিশহণ অধিকারী হইবেন ; তদভাবে রামসদয়ের পুত্র পৌত্ৰাদি যথাক্রমে, কিন্তু রামসদয় নহে। রামসদয় গৃহত্যাগ করিয়া প্রথম স্ত্রীকে লইয়া কলিকাতায় ক্ষসিলেন । ঐ স্ত্রীর কিছু পিতৃদত্ত অর্থ ছিল। ভাওক একজন সজ্জন বণিক্সাহেবের আমুকুল্যে তিনি বাণিজ্যে
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।