( (to ) ষষ্ঠ পরিচ্ছেদ । বাঙ্গালায় আসার পর একদা কোন গ্রাম কুটুম্বের বাড়ী নিমন্ত্রণে গিয়াছিলাম। প্রাতঃকালে গ্রামপৰ্য্যটনে গিয়াছিলাম। একস্থানে অতি মনোহর নিভৃত জঙ্গল; দ্বয়েল সপ্তম্বর মিলাইয়া অশ্চির্ঘ্য ঐকতানবাদ্য বাজাইতেছে; চারিদিকে বৃক্ষরাজি ; ২ন✉নন্ত, কোমল শ্যাম, পল্লবদলে আচ্ছন্ন ; পাতায় পাতায় tঠসাঠেলি মিশামিশি,শ্যামরূপের রাশি রাশি ; কোথাও কলিকা, কোথাও স্কুটত পুষ্প, কোথাও অপঙ্ক, কোথাও সুপক্ক ফল । যেই বনমধ্যে আৰ্ত্তনাদ শুনিতে পাইলাম। বনাভ্যন্তরে প্রবেশ করিয়া দেখিলাম, একজন বিকটমূৰ্ত্তি পুরুষ এক যুবতীকে বলপূৰ্ব্বক আক্রমণ করিতেছে। দেখিবামাত্র বুঝিলাম পুরুব অতিনীচজাতীয় পাষগু— বোধ হয় ডোম কি সিউলি—কোময়ে দা । গঠন অত্যন্ত বলबाह्नद्र भ७ । । ং ধীরে ধীরে তাহার পশ্চাদ্ভাগে গেলাম। গিয় তাহার কঙ্কাল হইতে দাখানি টানিয়া লইয়া দূরে নিক্ষিপ্ত করিলাম। দুই তখন যুবতীকে ছাড়িয়া দিল—আমার যমুখীন হইয়া দাড়াইল । আমাকে গালি দিল । তাহার দৃষ্টি দেথিয়া আমার শঙ্কা হইল । বুঝলাম, এস্থলে বিলম্ব অকৰ্ত্তব্য । একেবারে তাহার গলদেশে হস্তীৰ্পণ করিলাম । ছাড়াইয়া সেও আমাকে ধরিল . আমিও জাহাকে পুনৰ্ব্বার ধরিলাম। তাঙ্গার বল অধিক। কিন্তু धानि जैौऊ श्हे नाहे-बा अश्डि इहे ताई । अदकाभ भाईब्रा অঁরি বর্তীকে বললাম যে, তুমি এই সময়ে পলাও-আমি, ইস্থার উপর্যুক্ত দণ্ড দিতেছি।
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।