পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፴፱ም রজনী । গাছে, সাবেক বাড়ীতে আর নাই। কোথায় গিয়াছে তাহার কোন ঠিকানা করিতে পারিলাম না । ইহার একমাস পরে, একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। তিনি আসিয়াই, আপনি আত্মপরিচর দিলেন। “ আমার নিবাস কলিকাতায় নহে । আমার নাম অমরনাথ ঘোষ, আমার নিবাস শান্তিপুর।” ” s তখন আমি তাহার সঙ্গে কথোপকথনে নিযুক্ত হইলাম। কজন "নি আসিয়াছিলেন, আমি তাছাকে হঠাৎ জিজ্ঞাসা রিতে পারিলাম না ; তিনিও প্রথমে কিছু বলিলেন না । 蠶 সামাজিক ও রাজকীয় বিষয়ঘটিত নানা কথাবার্তা হইতে লাগিল। দেখিলাম তিনি কথাবার্তায় অত্যন্ত বিচক্ষণ। ಶೆಡ್ಗ বুদ্ধি মার্জিত, শিক্ষা সম্পূর্ণ, এবং চিস্তা বহুদূরগামিনী। কথাবার্তায় একটু অবসর পাইয়া, তিনি, আমার টেবিলের উপরে স্থিত “ সেক্ষপিয়র গেলেরির” পাতা উল্টাইতে লাগিলেন। ততক্ষণ আমি অমরনাথকে দেখিয়া লইতে লাগিলাম। অমরনাথ দেখিতে সুপুরুষ ; গেীরবর্ণ, কিঞ্চিৎ খৰ্ব্ব, স্থলও নহে, শীর্ণও নহে ; বড় বড় চক্ষু, কেশগুলি সুহ্ম, কুঞ্চিত, যত্নরঞ্জিত। বেশভূষার পারিপাট্যের বাড়াবাড়ি নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বটে। র্তাহার কথা কহিবার ভঙ্গী, অতি মনোহর ; কণ্ঠ অতি সুমধুর। দেখিয়া বুঝিলাম, লোক । অতি সুচতুর। “. . . সেক্ষপিয়র গেলেরির পাতা উন্টান শেষ হইলে, অমরনাথ, নিজগ্রয়োজনের কথা কিছু না বলিয়া, ঐ পুস্তকন্টুি চিত্র সকলের সমালোচনা আরম্ভ করিলেন। আমাকে বুদ্ধাইয়া দিলেন, যে যাহা, বাক্য এবং কাৰ্য্যদ্বারা চিত্রিত হইয়াছে, তাহ চিত্রফৰেচিৰিক্ত করিতে চেষ্টা পাওয়া ষ্টযু কাজ। সে