পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( a রজনী । রাথিত। আসল দেখিয়া জানিলাম যে নকলে কোন কৃত্রিমতা नाहे । বিষয় রজনীকে ছাড়িয়া দিলাম । محسہv-ېک جمهوريت واليهوههعمحمد - পঞ্চম পরিচ্ছেদ । রজনীকে বিষয় ছাড়িয়া দিলাম, কিন্তু কেহ ত সে বিষয় ভূখল করিল না। রাজচন্দ্র দাস একদিন দেখা করিতে আসিল । তাহার মুখে শুনিলাম সে শিমলায়, একটি বাড়ী কিনিয়া সেইখানে রাজনীকে লইয়া আছে। জিজ্ঞাসা করিলাম, টাকা কোথায় পাইলে । রাজচন্দ্র বলিল, অমরনাথ কর্জ দিয়াছেন, পশ্চাৎ বিষয় হইতে শোধ হইবে। জিজ্ঞাসা করিলাম যে তবে তোমরা বিষয়ে দখল লইতেছ না কেন ? তাহাতে সে বলিল, সে সকল কথা অময়নাথ বাবু জানেন। অমরনাথ বাবু কি রজনীকে বিবাহ করিয়াছেন? তাহাতে রাজচন্দ্র বলিল “ না ।” পরে রাজচত্রের সঙ্গে কথোপকথন করিতে করিতে আমি জিজ্ঞাসা করিলাম, “য়াজচন্দ্র, তোমায় এত দিন দেখি নাই কেন ?” রাজচন্দ্র ষলিল, “ একটু গা ঢাকা হইয়া ছিলাম।” আমি। কার কি চুরি করিয়াছ বে গা ঢাকা হইয়াছিলে ? য়াজ। চুরি করিব কার? তবে অমরনাথ বাবু বলিয়াছিলেন, যে, এখন বিষয় লইয়া গোলযোগ হইতেছে, এখন একটু আড়াল হওয়াই তাল। মানুষের চক্ষুলজ্জা আছে ত? আমি। অর্থাৎ পাছে আমরা কিছু ছাড়িয়া দিতে অনুরোধ