পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ीठछ तङ| । q} করি। অমরনাথ, বাবু বিজ্ঞ লোক দেখিতেছি। তা ধাই হোক, এখন যে বড় দেখা দিলে ? রাজ। আপনার ঠাকুর আমাকে ডাকাইয়াছেন। আমি। আমার ঠাকুর । তিনি তোমার সন্ধান পাইলেন কি প্রকারে ? - রাজ। খুজিয়া খুজিয়া । আমি। এত খোঁজাখুঁজি কেন, তোমার বিষয় ছাড়িয়া দিতে অনুরোধ করিবার জন্য নয় ত? রাজ। না—না—তা কেন—তা কেন ? অার একট{s কথার জন্য। এখন রজনীর কিছু বিষয় হইয়াছে শুনিয়া অনেক সম্বন্ধ আসিতেছে । তা কোথায় সম্বন্ধ করি—তাই আপনাদের জিজ্ঞাসা করিতে আসিয়াছি । আমি। কেন, অমরনাথ বাবুর সঙ্গে ত সম্বন্ধ হইতেছিল? তিনি এত করিয়া রজনীর বিবর উদ্ধার করিলেন, তাকে ছাড়িয়া কাহাকে বিবাহ দিবে ? রাজ। যদি তার অপেক্ষাও তাল পাত্ৰ পাই ? আমি। অমরনাথের অপেক্ষ ভাল পাত্র কোথায় পাইবে? , রাজ । মনে করুন, আপনি যেমন,এমনই পাত্র যদি পাই ? আমি একটু চমকিলাম। বলিলাম, "তাহা হইলে অমরনাথের অপেক্ষ ভাল পাত্র হইল না । কিন্তু ছেদো কথা ছাড়িয়া দেও-তুমি কি আমার সঙ্গে রজনীর সম্বন্ধ করিতে আলিয়াছ ?” । রাজচন্দ্র একটু কুষ্ঠিত হইল। বলিল, “স্থা, তাই বটে। এ সম্বন্ধ করিতেই, কর্তা আমাকে ডাকাইয়াছিলেন।” - শুনিয়া, আকাশ হইতে পড়িলাম। সমুখে, দারিদ্র রাক্ষসকে দেখিয়া, তীত হইয়া, পিতা যে এই সম্বন্ধ করিতেছেন, তাহ