( ૧i ) g ষষ্ঠ পরিচ্ছেদ । আমাদিগের বাড়ীতে এক সন্ন্যাসী আসিয়া মধ্যে মধ্যে থাকিত। কেহ সন্ন্যাসী বলিত, কেহ ব্ৰহ্মচারী, কেহ দণ্ডী, কূেহ অৰধূত। পরিধানে গৈরিক বাস, কণ্ঠে রুদ্রাক্ষ মালা, মস্তকে রুক্ষ কেশ,জটা নহে, রক্তচনানের ছোট রকমের ফেঁটা। বড় একটা ধুল কাদার ঘটা নাই—সন্ন্যাসী জাতির মধ্যে ইনি একটু বাবু। খড়ম চন্দনকাষ্ঠের, তাহাতে হাতীর দাতের বোল। তিনি যাই হউন, বালকের তাহাকে সন্ন্যাসী মহাশয় বলিত বলিয়া আমিও তাহাকে তাহাই বলিব । পিতা কোথা হইতে র্তাহাকে লইয়া আসিয়াছিলেন। অনুভবে বুঝিলাম, পিতার মনে মনে বিশ্বাস ছিল, সৰ্বাধী নানাবিধ ঔমধ জানে এবং তান্ত্রিক যাগযজ্ঞে সুদক্ষ। বিমাত৷ বন্ধা । - পিতার অনুকম্পার সন্ন্যাসী উপরের একটী বৈঠকখানা আসিরা দখল করিরাছিল। ইহা আমার একটু বিরক্তিকর হইরা উঠিয়াছিল। আবার সন্ধ্যাকালে স্বর্য্যের দিকে মুখ করিয়া সারঙ্গ রাগিণীতে আর্যাচ্ছদে বেদমন্ত্র পাঠ করিত। ভণ্ডামি আর আমার সহ ੇਸ਼ না। আমি তাহার অৰ্দ্ধচন্দ্রের ব্যবস্থা করিবার জন্য তাঙ্কার নিকট গেলাম। বলিলাম, "সন্ন্যাসী ঠাকুর, ছাদের উপর মাথা মুগুকি বকিতেছিলে ?” সন্ন্যাসী হিন্মুম্বানী, কিন্তু আমাদিগের সঙ্গে যে ভাষার কথা কহিত, তাহার চেন্ধ আন নিভাজ সংস্কৃত, এক আন হিন্ধি, এক আন ঠাঁলা। আমি বাঙ্গালাই রাঘিলাম। সন্ন্যাসী खेउब्र कबिफ़र्मन? •
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।