পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লবঙ্গ তার কথা । b^○ আমাদিগের দিকে হইলেও কিছু’হইতেছে না। অমরনাথ ছাড়িতেছে না । সে নিশ্চয় রজনীকে বিবাহ করিবে, জিদ করিতেছে । • & उॉब्ल, पञमब्रनॉर्थ ८क ? cग८ग्नव्र विदारु नेिदांब्र कéी झहेठ, তাহার মাম্বর মাসী,-বাপ মা বলাই উচিত—রাজচত্র ও তাহার স্ত্রী। তাছারা যদি আমাদিগের দিকে, তবে অমরনাথের জিদে কি আসিয়া যার ? সে তাহাদিগকে বিষয় দেওরাইয়. দিয়াছে বটে, কিন্তু তাহার মেহনতান ছুই চারি হামার ধরিয়া দিলেই হইবে। আমার ছেলের বৌ করিব বলিয়। আমি যে' কন্যার দ্বন্ধ করিতেছি,অমরনাথ কি নাতাহাকে বিবাহ করিতে চায় ? অমরনাথের এ বড় স্পৰ্দ্ধা ! আমি একবার অময়নাথকে কিছু শিক্ষা দিয়াছি—আর একবার না হয় কিছু দিব। আমি যদি কায়েতের মেয়ে হই, তবে অমরনাথের নিকট হইতে এই রজনীকে কাড়িয়া লইয়! আমায় ছেলের সঙ্গে বিবাহ দিব। আমি অমরনাথের সকল গুণ জানি। অমরনাথ অত্যন্ত ধূৰ্ত্ত—তাহার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হইলে বড় সতর্ক হইয়া কাজ করিতে হয়। আমি সতর্ক হইয়াই কাৰ্য্য আরম্ভ করিলাম । প্রথমে রাজচন্দ্রদাসের স্ত্রীকে ডাকিয়া পাঠাইলাম। সে আসিলে জিজ্ঞাসা করিলাম— “ কেন গ1 ?—” মালী বেী-রাজচন্দ্রের স্ত্রীকে আমরা আজিও মালী বেী বলিতাম, রাগ না হইলে বরং বলিতাম না, রাগ হইলেই মালী বেী বলিতাম--মালী বেী বলিল, “际牙1?” আমি। • মেয়ের বিয়ে না কি অমর বাবুর সঙ্গে দিবে? মালী বেী • সেই কথাই ত এখন হচ্চে ।