b*8 রজনী আমি। কেন হচ্ছে? আমাদের সঙ্গে কি কথা হইয়াছিল? মালী বে। কি কবৃবো মা—আমি মেয়ে মানুষ অত কি জানি ? মাগীর মোটাবুদ্ধি দেখিয়া আমার বড় য়াগ হইল-আমি বলিলাম, “সে কি মালী বো? মেয়ে মানুষে জানে না ত কি পুরুষ মামুষে জানে ? পুরুষ মানুষ আবার সংসার ধৰ্ম্ম কুটুম্ব কুটুম্বিতার কি জানে ? পুরুষ মানুষ মাথায় মোট করিয়া টাকা বহিয়া আনিয়া দিবে এই পৰ্য্যস্ত-পুরুষ মানুষ আবার কর্তা ‘ना कि ?” * বোধ হয় মাগীর মোটাবুদ্ধিতে আমার কথা গুলা অসঙ্গত বোধ হইল—সে একটু হাসিল। আমি বলিলাম, “তোমার স্বামীর কি মত অমরনাথের সঙ্গে মেয়ের বিবাহ দেন?” মালী বেী বলিল, “তার মত নয়—তবে অমরনাথ বাবু হইতেই রজনী বিষয় পাইয়াছে—তার বাধ্য হইতেই হয়।” আমি। তবে অমরনাথ বাবুকে বল গিয়া, বিষয় রজনী এখনও পায় নাই । বিষয় আমাদের ; বিষয় আমরা ছাড়িব ন! । পীর, তোমরা বিষয় মোকদ্দমা করিয়া লও গিয়া । মালী বে। সে কথা আগে বলিলেই হইত। এত দিন মোকদম উপস্থিত হইত। আমি । মোকদ্দমী করী মুখের কথা নহে । টাকায় শ্রাদ্ধ। রাজচন্দ্র দাস ফুল বেচিয় কত টাকা করিয়াছে ? মালী বে। য়াগে গর গয় করিতে লাগিল। সত্য বলিতেছি, আমার কিছুই রাগ হয় নাই। মালী বে একটু রাগ সামলাইয়া বলিল, “অমর বাবু আমার জামাই হইলেই বিষয় অময় বাবুয় ছেঁধে । তিনি টাকা দিয়া মোকদম করিতে পারেন, তাহায় <भननखि आरइ ”
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।