- 8 রজনী !
হাতে দিয়া জিজ্ঞাসা করিলাম “কেমন তুষ্ট আমার বর হবি ?” শিশু সন্দেশ হাতে পাইয়া, রোধন সম্বরণ করিয়া বলিল “ হব ।” সন্দেশ সমাপ্ত হইলে, বালক ক্ষণেককালপরে বলিল, “ই গা বলে কি কলে গা ?” বোধ হয় তাহার ধ্রুববিশ্বাস জন্সিয়াছিল, যে বরে বুঝি কেবল সন্দেশই খায়। যদি তা হয়, তবে সে আর একটা আরম্ভ করিতে প্রস্তুত। ভাব বুঝিয়া আমি বলিলাম “ বরে ফুলগুলি গুছিয়ে দেয়।” বামাচরণ স্বামীর কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য বুঝিয়া লইয়া, কুলগুলি আমার হাতে গুছাইয়! তুলিয়া দিতে লাগিল। সেই অবধি আমি তাহাকে বর বলি-সে তামাকে ফুল গুছাইয়া দেয় । ‘કાવાર હરે ફરે તિાફ–4થમ ૭ જ્ઞાન કરિના નિ দিগকে আমার জিজ্ঞাস্ত—আমি সতী বলাইতে পারি কি ? -- に*、*****二ー 。 - سميع 3 33 كينتخبين 835 هي عاصم দ্বিতীয় পরিচ্ছেদ । বড়বাড়ীতে ফুল যোগান বড় দায় । সেকালের মালিমী মাসা রাজবাটীতে ফুল যোগাইয়া মশানে গিয়াছিল । ফুলের মধু খেলে বিদ্যাসুন্দর, কিল খেলে হীরা মালিনী-কেন না সে বড়বাড়ীতে ফুল যোগাইত। সুন্দরের সেই রামরাজ্য হইল —কিন্তু মালিনীর কিল আর ফিরিল না। বাবা ত “ বেলফুল’ হাকিয়া, রসিকমহলে ফুল বেচিতেন, মা দুই একটা অরসিক মহলে ফুল নিত্য যোগাইতেন। তাহার মধ্যে রামসদয় মিত্রের বাড়ীই প্রধান। রামসদয় মিত্রের সাড়ে চাৰ্বিটা ঘোড়া ছিল—(লাতিদের একটা পণি আর আদম্ভ