অমরনাথের কথা । ه« হাত দিয়া কাদিতেছে। আমি গেলে লবঙ্গলত বলিল, “গুন, তোমার ভবিষ্যৎ তার্য্যা কি বলিতেছে! তোমার সম্মুখে নৰিলে এমন কথা আমি কাtণ শুনিব না।” আমি বিস্থিত হইরা জিজ্ঞাসা করিলাম “ কি ?” লবঙ্গলতী রজনীকে বলিল, “ বল । তোমার বর আসি ग्नftछ्न-' - রজনী সকাতরে অশ্রীপুর্ণলোচনে ললিতলবঙ্গলতার চরম্পর্শ করিয়া বলিল, 蠟 " “ আমার এই ভিক্ষা, আমার যে কিছু সম্পত্ত্বি আছে, હરે বাবুর যত্নে আমার যে সম্পত্তি উদ্ধৃত হইয়াছে, আমি লেখাপড় করিয়া আপনাকে স্থান করিব, আপনি গ্রহণ করিবেন না কি ?” আলাদে আমার সৰ্ব্বাস্তঃকরণ প্লাবিত হইল--"মি রজনীর জন্য যে যত্ন করিয়াছিলাম—যে ক্লেশ স্বীকার করিয়ট ছিলাম—তাহ সার্থক বোধ হইল। আমি পূর্বেই বুঝিয়াছিলাম, এখন আরও পরিষ্কার বুঝিলাম, যে রমণীকুলে, অন্ধ রজনী অদ্বিতীর রত্ন । লবঙ্গলতার প্রোজ্জল জ্যোতিও তাহার কাছে স্নান হইল। আমি ইতিপূর্বেই রজনীর অন্ধ নয়নে আত্মসমর্পণ করিয়াছিলাম—আজি তাহার কাছে বিনামূল্যে বিক্রীত হইলাম। এই অমূল্য রত্বে আমার অন্ধকারপুরী প্রভাসিত করিয়া,এ জীবন মুখে কাটাইব । বিধাতা আমার কি সেদিন করবেন না !
পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।