পাতা:রত্নাবলী নাটক.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক | సిwరి যৌগ।—মহারাজ আসন গ্রহণ করুন, আমি সমস্ত নিবেদন করচি । ( রাজার সহিত সকলের যথাস্থানে উপবেশন ) যৌগ।—মহারাজ শুমুন তবে । একজন সিদ্ধ-পুরুষ এই ভবিষ্যদ্বাণী করেন যে, যিনি সিংহলেশ্বরের এই হুহিতার পাণিগ্রহণ করবেন তিনি সাৰ্ব্বভৗম রাজা হবেন। সেই কথায় বিশ্বাস করে? আমি মহারাজের জন্ত সিংহলেশ্বরের নিকট বারম্বার প্রার্থনা করি, কিন্তু দেবী বাসবদত্তার মনোবেদনা হবে বোলে তিনি কিছুতেই তাতে সম্মত হন নি । রাজা –তখন তুমি কি করলে ? যৌগ –(সলজ্জভাবে ) তখন, দেবী বাসবদত্ত গৃহ-দাহে দগ্ধ হয়েছেন, সিংহলবাসীদের মধ্যে এইরূপ একটা জনরব রটিয়ে দিয়ে, বান্দ্রব্যকে সিংহলেশ্বরের নিকট পাঠিয়ে দিলেম । o রাজা –দেখ যৌগন্ধরায়ণ, তার পর কি হল আমি শুনেছি। কিন্তু কি মনে করে’ সাগরিকাকে দেবীর হস্তে অর্পণ করলে বল দিকি ? বিদু —আমাকে না বল্পেও আমি ওঁর অভিপ্রায় বুঝতে পেরেছি, অন্তঃপুরে থাকলে সহজে মহারাজের চোখে পড়বে কি না, তাই আর কি। রাজা –দেখ যেীগন্ধরায়ণ, তোমার অভিপ্রায় বসন্তক ঠিকই বুঝে ছেন । যৌগ।—যে আজ্ঞা মহারাজ । রাজা।—আমার মনে হয়, এই ভোজবাজির ব্যাপারটাও তোমার মন্ত্রণাতেই হয়েছে। যৌগ —মহারাজ এইরূপ কৌশল না করলে, অন্তঃপুরে শৃঙ্খলবদ্ধt