পাতা:রত্নাবলী নাটক.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । & নেপথ্যে । সাধু, ভরত-শিষ্য সাধু! তাই বটে—তার কোন সন্দেহ নাই। (“থাকে যদি দ্বীপান্তরে” ইত্যাদি পাঠ করণ)। স্বত্র –(কর্ণপাত করত নেপথ্যের দিকে অবলোকন করিয়া ) বলি ও ঠাকরণ । তবে আর বিলম্ব করচ কেন ? ঐ দেখ, আমার কনিষ্ঠ ভ্রাত, যৌগন্ধরায়ণের ভূমিকাটি গ্রহণ করেছে। এসে তবে, আমরাও পরবর্তী ভূমিকাগুলির জন্ত সজ্জিত হইগে। ( প্রস্থান ) ইতি প্রস্তাবনা ৷ বিষ্কম্ভক ! ( সহৰ্ষে যৌগন্ধরায়ণের প্রবেশ ) যৌগ।—তাই বটে। তার কোন সন্দেহ নাই । ( “থাকে যদি দ্বীপান্তরে” ইত্যাদি পাঠ করিয়া ) ত নইলেঃ—একজন সিদ্ধপুরুষের কথায় বিশ্বাস করে', যে সিংহলেশ্বর-দুহিতার হস্ত প্রার্থনা করা হয়েছিল, সেই কন্যাটি ভগ্নপোত হয়ে সমুদ্রে জলমগ্ন হয়েও কি করে একটা ফলকের আশ্রয় পেলেন বল দিকি ? আর, কৌশাম্বী দেশের বণিক, সিংহল হতে ফিরে আসবার সময় কি করেইবা তাকে সেই অবস্থায় দেখতে পেলেন —আর, রত্নমালা-চিন্তু দেখে চিনতে পেরে কি করেই বা তাকে এখানে নিয়ে এলেন ? (সহৰ্ষে) এতে সৰ্ব্বপ্রকারেই আমাদের প্রভুর সৌভাগ্য স্বচিত হচ্চে । (চিত্ত করিয়া) আমিও তাকে সগৌরবে দেবীর হস্তে সমর্পণ করে ভালই করেছি। আবার, এ কথাও