পাতা:রত্নাবলী নাটক.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौञ्च अङ्क । ২৩ (সাশ্র-লোচনে, কৃতাঞ্জলি-হস্তে, নতজামু হইয়া ) ভগবান কুম্নমায়ুধ । সমস্ত স্বরামুরকে জয় করে শেষে কিনা তুমি একজন অবলা রমণীকে বাণ-প্রহার করতে উদ্যত হলে—এতে কি তোমার লজ্জা হয না ? (চিন্তা করিয়া ) হা! এ হতভাগিনীর নিশ্চয়ই মরণ উপস্থিত—আর, তারই দেখুচি এই অশুভ স্বচন । (চিত্র-ফলক অবলোকন করিয়া ) ত, যতক্ষণ না কেউ এখানে আসে ততক্ষণ প্রিয়তমকে চিত্রে দর্শন করে’ মনের সাধ মেটাই ( স্তম্ভিত ভাবে, একমন হইয়া, ফলক গ্রহণ পূৰ্ব্বক নিঃশ্বাস ত্যাগ ) তার দর্শনের আর তো কোন উপায় নেই। কিন্তু আমার হাত যে থর্থব করে’ কাপচে। যাই হোক, এখন কোন প্রকারে র্তার চিত্রটি একে তাকে দর্শন করি। ( চিত্র করণ) { স্থ সঙ্গ তার প্রবেশ । সুসং —এই তো কদলী-কুঞ্জ, এইবার তবে প্রবেশ করি। ( প্রবেশ করত অবলোকন করিয়া সবিস্ময়ে ) এই যে আমার প্রিয়সখী সাগরিক —খুব আগ্রহের সহিত এক-মনে কি-একটা লিখচে, আমাকে চখে দেখতেও পাচ্চে না। আচ্ছা, ও আমাকে না দেখতে পায়, এমনি ভাবে আড়াল থেকে দেখি কি লিখছে। (আস্তে আস্তে পৃষ্ঠের পশ্চাতে গমন ও দেখিয়া সহৰ্ষে স্বগত) বাঃ ! এ যে মহারাজের চিত্র দেখুচি। বাঃ সাগরিক বেশ । তাও বলি, কমল-সরোবর ছেড়ে রাজহংসীর কি আর কোথাও ভাল লাগে ? সাগ।—(সাশ্রলোচনে স্বগত) চিত্রটি তো আঁক্‌লেম, কিন্তু চখের জলে যে কিছুই দেখতে পাচ্চি নে ।