२e . রত্নাবলী নাটক। (মুখ উঠাইয়া অশ্র নিবারণ করিতে করিতে স্বসঙ্গতাকে দেখিতে পাইয়া ওড়নার মধ্যে চিত্র লুকাইয়া সম্মিত ভাবে ) এ কি ! প্রিয়সখি মুসঙ্গত যে ! - ( উঠিয়া হস্ত ধারণ করত) সখি সুসঙ্গতে, এইখানে বোসে । স্বসং —(উপবেশন করিয়া চিত্রফলকটি বলপূৰ্ব্বক আকর্ষণ করিয়া দর্শন) সখি, এ কাকে তুমি একেচ বল দিকি ? সাগ।—(সলজ) এটি সেই মদনোৎসবের ভগবান অনঙ্গদেবের চিত্র। সুসং । —(সম্মিত) বাঃ! সখি তোমার কি গুণপনা ! কিন্তু এই চিত্রটি কেমন ফাকা-ফাকা বলে’ মনে হচ্চে। আচ্ছা দেখ, আমি,এর পাশে রতির ছবি একে রতিপতির সঙ্গে রতির মিলন ਬੇ (রং লইয়া রতিচ্ছলে সাগরিকার চিত্র রচনা ) সাগ।- দেখিয়া সরোষে) সখি, আমাকে কেন তুমি এখানে অীকৃলে ? স্বসং —(হাসিয়া ) কেন অকারণে রাগ করচ সখি ? তুমিও যেমন মদন একেছ, আমিও দেখ তেমনি রতি একেছি। ওছাড়া তোমার মনে যদি আর কিছু থাকে, তবে ও সব কথা রেখে দিয়ে সমস্ত বৃত্তান্ত আমাকে খুলে বল। সাগ।—(সলজ্জা স্বগত) প্রিয়সখী দেখুচি সমস্তই জানতে পেরেছেন। ( প্রকাশ্যে) প্রিয়সখি আমার বড় লজ্জা করচে, দেখো যেন আর কেউ না টের পায় । স্বসং —সখি লজ্জা কোরো না, এইরূপ কন্যা-রত্বের এইরূপ বরে অভিলাষ হওয়াই স্বাভাবিক। তা, যাতে আর কেউ না এ কথা টের পায় তা আমি করব। তবে, এই মেধাবী
পাতা:রত্নাবলী নাটক.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।