পাতা:রত্নাবলী নাটক.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । : ፃ স্থসং।—এস আমরা ঐ তমাল-কুঞ্জের অন্ধকারে প্রবেশ করি— যতক্ষণ না বানরটা চলে যায় ততক্ষণ আমরা ঐখানেই থাকি। (উভয়ে পরিক্রমণ করিয়া সভয়ে দেখিতে দেখিতে একাস্তে অৰস্থান ) দৃশু —উষ্ঠানের অপর অংশ। সাগ।—মুসঙ্গতা, তুমি চিত্রফলকটা ফেলে এলে ?—যদি কেউ দেখতে পায়। সুসং —আর এখন চিত্রফলক নিয়ে কি করবে ?—ঐ দেখ, সেই “দধি-ভক্ত-লম্পট" নামে বালরটা এইমাত্র খাচার দরজাটা খুলে দিয়ে গেল, আর আমাদের "মেধাবিনী”-সারিকাটিও দেখ ঐ দিকে উড়ে যাচ্চে। এসে আমরা পিছনে পিছনে দৌড়ে গিয়ে পাখিটাকে ধরিগে। ও যেরূপ অক্ষর কণ্ঠস্থ করতে পারে, তাতে কি জানি যদি আমাদের কথাবার্তা কারও সামনে বলে ফ্যালে । সাগ।—হঁ সখি, চল যাওয়া যাক (পরিক্রমণ) নেপথ্যে । হিঃ হিঃ হিঃ ! আশ্চৰ্য্য ! আশ্চৰ্য্য ! সাগ—( দেখিয়া ) সেই দুষ্ট বানরটা আবার বুঝি এই দিকে আসচে। সুসং —( দেখিয়া হাস্য করত) সখি ভয় নেই, ও মহারাজার সহ চর বসন্তক ঠাকুর। বসন্তকের প্রবেশ । ৰল। —হিঃ হিঃ হিঃ হিঃ ! আশ্চৰ্য্য ! আশ্চৰ্য্য ! সাবাস রে ঐখও দাস-সন্ন্যাসী, সাৰাস!