२ty রত্নাবলী নাটক । সাগ।—(সতৃষ্ণ নয়নে দেখিয়া ) সখি মুসঙ্গতে, ইনি দেখবার যোগ্য পুরুষ বটে। স্বসং । —ওঁকে দেখে এখন কি হবে। সারিকাটা পালিয়ে গেছে, এখন তাকে ধবৃতে যাওয়া যাক চল । বস —সাবাস রে শ্ৰীখণ্ড দাস সন্ন্যাসী, সাবাস বলি তোরে! সেই দ্রব্য দেবামাত্রই নবমল্লিকাটি পুষ্প-পল্লবে একেবারে ছেয়ে গেছে —আহা কি শোভাই হয়েছে—দেখে মনে হয় যেন দেবীর পালিত মাধবীলতাটিকে উপহাস করচে। এখন তবে মহারাজের কাছে গিয়ে এই সংবাদটা দি । ( পরিক্রমণ করত অবলোকন করিয়া ) এই যে মহারাজ হর্ষোৎফুল্ললোচনে এই দিকেই আসচেন। এমনি ওঁর বিশ্বাস জন্মেছে যে যদিও এখনও নবমল্লিকা লতাটিকে দেখেন নি, তবু ওর ফুল-ফোটা যেন প্রত্যক্ষ দর্শন করচেন। এখন তবে ওঁর কাছে এগিয়ে যাই । ( নিৰ্গত হইয়া রাজার অভিমুখে গমন ) পূর্বোক্তভাবে রাজার প্রবেশ । দৃগু —উদ্যানের অপর অংশ। রাজা –(সহৰ্ষে ) প্রেমাসক্তা নারীসম উদ্যানের চারুলতা সে নব-মল্লিকা উদাম প্রাচুর্য্য-ভরে প্রস্ফুটিত এবে তার যৌবন-কলিকা। পাণ্ডুর বদন-কাস্তি, আধো ফোটা পুপযুখে বিষাদ বৃত্তন,
পাতা:রত্নাবলী নাটক.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।