পাতা:রত্নাবলী নাটক.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उिँौब्र बक्र । ૨જ সৌরভ-নিঃশ্বাস ছাড়ি হৃদয়-বেদনা সদা করে নিবেদন। এ হেন লতায় হেরি সপত্নী ভাবিয়া নিশ্চয় দেবীর নেত্ৰ উঠিবে রাণ্ডিয়া ॥ বিদু।–(সহসা সম্মুখে অগ্রসর হইয়া) জয় হোক জয় হোক । মহারাজ আপনার অদৃষ্ট স্বপ্রসন্ন—সেই দ্রব্যৌষধি দেবামাত্রই নবমল্লিকা লতাটি পুষ্প-পল্লবে একেবারে ছেয়ে গেছে। রাজা –বয়স্ত তাতে কি কোন সন্দেহ হতে পারে ? আমি জানি মণি-মন্ত্রৌষধির অচিস্তনীয় প্রভাব। দেখ জনাৰ্দ্দন-কণ্ঠে মণি হেরি’ শত্ৰু পলায় সমরে, মন্ত্রবলে বশীভূত ভুজঙ্গম ভূতলে বিচরে। পূৰ্ব্বেতে লক্ষ্মণবীর—আর যত কপি-সৈন্তগণ বাচিল ঔষধি-ভ্ৰাণে—ইন্দ্রজিৎ করিলে নিধন ॥ আচ্ছা এখন তবে সেই লতাটির কাছে আমাকে নিয়ে চলসেটিকে দেখে আমার চক্ষু সার্থক কবি । বিদু —(সোৎসাহে) এই দিক দিয়ে মহারাজ-এই দিক দিয়ে। রাজা।--তুমি আগে আগে যাও । উভয়ে – সগৰ্ব্বে পরিক্রমণ পূৰ্ব্বক ) বিদু।–(কর্ণপাত করিয়া, লভয়ে ফিরিয়া আসিয়া রাজার হস্ত ধারণ পূর্বক ভয়-ব্যাকুল ভাবে) মহারাজ, এখান থেকে পালানো যাক। রাজা –কেন বল দিকি ? বিদু —দেখুন, ঐ বকুলগাছে একটা ভূত আছে। রাজা । —দুর মুখ-ভয় নেই—এখানে আবার ভূত কোথায় ?