曾辑 - झङ्गोदी नेक । হয় ঠাকরণের জন্তই মহারাজ ঐখানে অপেক্ষা করচেন। আমুন তবে ঐদিকে এগিয়ে যাওয়া যাক। বাস —(সম্মুখে অগ্রসর হইয়া) জয় হোক্ ! রাজা –(চুপিচুপি ) বয়স্য চিত্রফলকটা লুকিয়ে ফ্যালো। বিদু।--(লইয়া বগলের ভিতর লুকাইয়। ) বাস —মহারাজ, নবমল্লিকার কি ফুল ধরেছে ? রাজা –(সবিস্ময়ে ) আমরা তোমার আগে এখানে এসেছি, এসে তোমাকে দেখতে পাই নি। দেবি, তোমার আসতে বড় বিলম্ব হয়ে গেছে—এসো এখন আমরা দুজনে মিলে লতাটি দেখিগে । বাস।-( নিরীক্ষণ করিয়া ) মহারাজ, তোমার মুখের ভাবেই জানা যাচ্চে নবমল্লিকার ফুল ধরেছে—তবে আর গিয়ে কি হবে ? বিদু —ফুল যদি ধরে থাকে, সে তো আমাদেরই জিৎ। আমাদেরই জিৎ—আমাদেরই জিৎ !—আমাদেরই জিৎ ! ( বাহু প্রসারণ করিয়া নৃত্য করিতে করিতে, কক্ষ হইতে চিত্রফলক পতন ও তৎপ্রযুক্ত বিপদগ্রস্ত ) রাজা –(আড়ালে বসপ্তের মুখের পীনে চাহিয়া অঙ্গুলী নির্দেশে ইঙ্গিত করণ) বিদু।–( জনাস্তিকে ) রাগ করবেন না মহারাজ, এর যা উত্তর দিতে হয় আমি দেব। কাঞ্চ —( ফলকটি গ্রহণ করিয়া) ঠাকরণ দেখুন, এই চিত্র ফলকে কার চিত্র আঁকা । t বাস —(নিরীক্ষণ করিয়া স্বগত) এতে মহারাজ—আর এ তেী সাগরিক। ( প্রকাশ্যে রাজার প্রতি রাগের হাসি হাদিয়) মহারাজ ! কে এ চিত্র আঁকলে ।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।