(ty" ब्रङ्गीदर्शौ मां, তোমাকে প্রণাম করে এই অনুনয় করি, আরও খানিকক্ষণভূমি প্রচ্ছন্ন হয়ে থাকো—আমি ওর ভাবগতিকটা একবার দেখেনি। (সকলের পরিক্রমণ) দৃশ্য —মাধবী-লতামগুপ। রাজ।।—(উৎকণ্ঠিত চিত্তে স্বগত) এখনি প্রিয়ার সহিত মিলন হবে, তবু আমার মন কেন এত উৎকণ্ঠিত হচ্চে ? অথবা— মদনের তীব্র তাপে আদিতে যতন৷ নিকট হইলে আরো অধিক যাতনা। প্রাবৃটে দিবস যবে আসন্ন-বর্ষণ, আরো সমধিক তাপ করে উৎপাদন ॥ বিদু।–(শুনিয়া) দেখ সাগরিক, প্রিয়সখা তোমার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আস্তে আস্তে কি কথা বলচেন শোনো। তুমি এইখানে দাড়াও, আমি ওঁকে জানিয়ে আসি তুমি এসেছ। বাস।—(মাথা নাড়িয়া ইঙ্গিতে সন্মতি দান ) বিদু —(রাজার নিকট আসিয়া) মহারাজ আর দেখুচেন কি, আমি সাগরিককে এনেছি। রাজা –(সহৰ্ষে সহসা উত্থান করিয়া) কোথায় তিনি –কোথায় তিনি ? বিদু।–(সত্ৰভঙ্গে ) ঐ যে । রাজা । (অগ্রসর হইয়া ) প্রিয়ে সাগরিকে ! শীতাংশু-বদন তব উৎপল-নয়ন, পাণি পঙ্কজের সম, রম্ভাগৰ্ভ উরু-যুগ, ও তোমার বাহু দুটি মৃণাল উপম ।
পাতা:রত্নাবলী নাটক.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।