ჯ,9 রত্নাবলী নাটক । শুনতে পাচ্চি, বোধ হয় তিনিও আবার সাধ্য-সাধনার জন্য এখানে এসেছেন। তবে ঠাকরণ এইবার এগিয়ে চলুন। বাস।—(সহৰ্ষে ) আচ্ছা, উনি না জানতে পারেন, আস্তে আস্তে পিঠের দিকে গিয়ে, গলা জড়িয়ে ধরে ওঁকে সান্থনা করি। বিদূ।-ওগো সাগরিক, চুপ করে আছ কেন, এখন প্রাণ খুলে মহারাজের সঙ্গে কথা কওনা । বাস । —( শুনিয়া সবিষাদে ) কাঞ্চনমালা ! এই যে, সাগরিকাও এইখানে আছে দেখচি। আগে সব শোনা যাক, তার পর ওখানে যাওয়া যাবে এখন। (তথা করণ) সাগ।—মহারাজ, তোমার এ মিথ্যা আদর দেখিয়ে কাজ কি ? তোমার প্রাণাধিক মহিষীর কাছেই বা আপনাকে কেন আবার অপরাধী করবে বল দেখি ? রাজা –দেখ, সাগরিক তুমি যা বলচ তা ঠিক নয়। কেন না— শ্বাস-প্রশ্বাসের ভরে কঁাপিলে সে কুঢ়-যুগ কঁপি গো অমনি, মৌন যদি দেখি তারে সবিনয়ে প্রিয়ভাষে তুষি গো তখনি, ভ্রভঙ্গ দেখিলে মুখে অমনি:চরণে তার হই গো পতন, রাখিতে মহিষী-মান স্বভাবত করি তার শ্রীশ্রীষা-যতন । প্রণয়-বন্ধন-হেতু যেই অনুরাগ মোর হয়েছে বৰ্দ্ধিত
পাতা:রত্নাবলী নাটক.djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।