রত্নাবলী নাটক । שף . রাজা –যাদুকরকে শীঘ্র নিয়ে এসো, আমার তাকে দেখতে ভারি কৌতুহল হচ্ছে। কাঞ্চ —যে আজ্ঞা মহারাজ। ( প্রস্থান করিয়া চামর-ধারী যাদু করকে লইয়া পুনঃ প্ররেশ । ) কাঞ্চ –এই দিকে মহাশয় এই দিকে। যাদুকর।--(পরিক্রমণ ) কাঞ্চ —ইনিই মহারাজ সেই যাদুকর। ( যাদুকরের প্রতি ) আপনি মহারাজের সামনে এগিয়ে যান। যাদুকর –(সম্মুখে আসিয়া ) মহারাজের জয় হোক! (ময়ুর পুচ্ছের চামর ঘুরাইতে ঘুবাইতে বিবিধ প্রকারে হাস্য করিয়া ) র্যাহার প্রসাদে লাভ করিয়াছি ঐন্দ্রজাল নাম, র্যাহার প্রসাদে এবে সুপ্রতিষ্ঠ মোর যশে মান, সেই ইন্দ্রে “সম্বব” অস্থবে দোহে করি গো প্রণাম ॥ মহারাজ আজ্ঞা করুন কি করতে হবে— ধরায় শশাঙ্ক কিম্বা বোমে গিরিরাজ, সলিলে অনল কিম্বা মধ্যাহ্লেতে সাব, বলুন কি ঘটাব বলুন মহারাজ, এখনি হইবে সিদ্ধ নিমেষের মাঝ ॥ অথবt৪— বহু বাক্য-আড়ম্বরে কিবা বল কাজ ? যা কিছু হৃদয়ে বাঞ্ছা দেখিবারে আজ এখনি সে বস্তু হেথা দেখিবারে পাবে, —এখনি অনিয়া দিব মস্ত্রের প্রভাবে ॥
পাতা:রত্নাবলী নাটক.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।