চতুর্থ অঙ্ক। ՆՎ) বস্থ –(সম্মখে আসিয়া) জয় মহারাজের জয় ! রাজা।—(গাত্ৰোখান করিয়া ) প্রণাম অমাত্যবর। বস্থ –প্রভূত কল্যাণ হোক! রাজা ।—আমাত্যের জন্য আসন—আসন । বিদু —(আসন আনিয়া ) এই যে আসন । বসতে আজ্ঞা হোক অমাত্যবর। বস্থ –(উপবেশন ) কধু —মহারাজ, বাত্রব্যের প্রণাম গ্রহণ করুন। রাজা –( পৃষ্ঠে হস্ত দিয়া ) বাত্রব্য এইখানে বোসে । কধু —( বসিয়া ) দেবি । বাত্রব্যের প্রণাম গ্রহণ করুন। বিদু।–অমাত্যবর ! দেবী বাসবদত্ত আপনাকে প্রণাম করচেন। বাস —প্রণাম, আর্য্য ! বস্থ –আয়ুষ্মতি । বৎস-রাজ-সদৃশ পুত্ৰলাভ কর। রাজা –আৰ্য বস্তুভূতি! মহারাজ সিংহলেশ্বরের সমস্ত কুশল তো? বস্থ –( উদ্ধে অবলোকন করিয়া ও নিঃশ্বাস ফেলিয়া ) মহারাজ হতভাগ্য আমি কি বলব জানি না । ( অধোমুখে অবস্থান ) বাস –(সবিষাদে স্বগত) কি সৰ্ব্বনাশ ! না জানি এখন বস্বভূতী কি বলবেন । রাজা।—বস্থভূতি! বল কি হয়েছে—আমাকে আর উৎকণ্ঠিত কোরো না । বাত্র –(চুপি চুপি ) কিছুকাল পরে যা বলতেই হবে তা এখনই কেন বলুন না। বস্থ –(সাশ্র লোচনে) মহারাজ কিছুতেই সে কথা বলতে পারচিনে—তবু, না বলেই বা করি কি। গুমুন তবে । একজন
পাতা:রত্নাবলী নাটক.djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।