পাতা:রত্নাবলী নাটক.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 রত্নাবলী নাটক। সিদ্ধপুরুষ গুণে বলেছেন্স, রত্নাবলী নামে সিংহলেশ্বরের দুহিতার যিনি পাণিগ্রহণ করবেন তিনি সাৰ্ব্বভৌম রাজা হবেন রাজা।—তার পর ?— তার পর ? বম্ব —সেই বিশ্বাসে যৌগন্ধরায়ণ মহারাজের জন্য সিংহল-রাজের নিকট বারম্বার প্রার্থনা করেন কিন্তু পাছে বাসবদত্তার মনে কষ্ট হয়, তাই বৎসরাজকে কন্যাদান করতে তিনি সন্মত হলেন না । রাজা –(চুপি চুপি ) দেবি, তোমার মাতুলের অমাত্য এসব কি অলীক কথা বলচেন ? বাস —( মনে মনে বিচার করিয়া ) মহারাজ জানি না এস্থলে কার কথা অলীক । বিদু।—তার পর কি হল ? বস্ব । —তার পর, দেবী বাসবদত্তা অগ্নিদাহে প্রাণত্যাগ করেছেন এই কথা যৌগন্ধরায়ণ সিংহল-বাসীদের মধ্যে রটিয়ে দিয়ে পরে বাত্রব্যকে সিংহলে পাঠিয়ে দেন। বাত্রব্য গিয়ে পুনৰ্ব্বার রাজার নিকট প্রার্থনা করেন। আমাদের সহিত একেবারে সম্বন্ধ লোপ না হয় এই মনে করে সিংহলেশ্বর সেই প্রার্থনা গ্রাহ্য করে” কন্যাদানে প্রতিশ্রুত হন। তার পর মহারাজকে সম্প্রদান করবার জন্য রত্নাবলীকে এইখানে নিয়ে আসছিলেম, এমন সময়ে সমুদ্র-পথে অর্ণব-যান ভগ্ন হওয়ায় তিনি জলমগ্ন হয়ে মৃত্যুগ্রাসে পতিত হলেন। (কঁদিতে কাদিতে অধোমুখে অবস্থান ) বাস —(সাশ্র-লোচনে.) হায় হায় ! কি সৰ্ব্বনাশ । রত্নাবলী হতভাগিনী ভগিনী আমার, তুমি এখন কোথায় ?—আমার কথার উত্তর দেও।