পাতা:রত্নাবলী নাটক.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রত্নাবলী নাটক । والمb ( সকলে ব্যস্তসমস্ত হইয়া দর্শন ) রাজা –কি ?—অন্তঃপুরে অগ্নি ? ( ব্যস্ত-সমস্ত ভাবে গাত্ৰোখান করিয়া ) কি ?—বাসবদত্ত দগ্ধ হয়েছেন ? বাস ।- মহারাজ ! রক্ষা কর, রক্ষা কর। রাজl. —কি আশ্চৰ্য্য ! পাশ্বে দেবী বসে আছেন, ভয়-ব্যাকুল হয়ে আমি তা লক্ষ্য করিনি। ( দেবীর হস্তগ্রহণ করিয়া আলিঙ্গন ) দেবি ! ভয় নাই ভয় নাই । বাস —মহারাজ আমি আমার নিজের জন্য বলচিনে। আমি নির্দয় হয়ে সাগরিকাকে এখানে শৃঙ্খলবদ্ধ করে রেখেছি— তারই সৰ্ব্বনাশ উপস্থিত। রাজা –কি ! দেবি, সাগরিকার সৰ্ব্বনাশ উপস্থিত ? এখনি আমি যাচ্চি। বসু।—মহারাজ, অকারণে কেন আপনি পতঙ্গ-বৃত্তি অবলম্বন কর চেন ? - বান্দ্রব্য। —মহারাজ ! বহুভূতি ঠিকই বলেছেন। বিদু।–(রাজার উত্তরীয় ধরিয়া) মহারাজ ওরূপ হ:সাহসের কাজ করবেন না করবেন না । রাজা –(উত্তরীয় ছাড়াইয়া লইয়া) আরে মুর্থ, সাগরিকার সর্বনাশ উপস্থিত, তা দেখেও এখন আমি নিজের প্রাণরক্ষার চেষ্টা করব ? (অনলে প্রবেশ ও ধূমে অভিভূত) ক্ষান্ত হও ক্ষান্ত হও ধূমোদগার কোরো না অনল ।