পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) ) থাম্বাজ । বীপতাল। ঐ অ্যাথিরে ! ফিরে ফিরে চেয়োনা চেয়েনি, ফিরে যাও, কি আর রেখেছ বাকি রে ! মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নীদ, কি সুথে পরাণ অীর রাখিরে । ৮৮ ৷ মিশ্র মোল্লার । একতাল।। যদি আসে তবে কেন যেতে চায় ? দেখা দিয়ে তবে কেন গো লুকায় ? চেয়ে থাকে ফুল হৃদয় আকুল, বায়ু বলে এসে ভেসে যাই, ধরে রাখ, ধরে রাখ, সুখ পার্থী ফাকি দিয়ে উড়ে যায়। পথিকের বেশে মুখ নিশি এসে বলে হেসে হেসে, মিশে যাই !