পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ಇb ) তুমি কেন হেসে চাও, হেসে যাও হে আমি কেন কেঁদে ফিরি, কেন আনি কম্পিত হৃদয়খানি ; কেন ষাও দূরে না দেখে ! ৯৭ ৷ ভৈরবী । কাওয়ালি । কেন নয়ন আপনি ভেসে যায় (জলে) } কেন মন কেন এমন করে । যেন সহসা কি কথা মনে পড়ে, মনে পড়ে না গো, তবু মনে পড়ে । চারিদিকে সব মধুর নীরব কেন আমার পরাণ কেঁদে মরে, কেন মন কেন এমন কেন রে। যেন কাহার বচন দিয়েছে বেদন, যেন কে ফিরে গিয়েছে অনাদরে, বাজে তারি অযতন প্রাপের পরে।