পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( > . . ) মুলতান। একতালা । (উত্তর প্রত্যুত্তর ) ১ । ভালবেসে দুখ সেও মুখ,সুখ নাহি আপনাতে ২। না না না, মোরা ভূলিনে ছলনাতে । ১ । মন দাও দাও দাও, সখি দাও পরের হাতে । ২ । না না না, মোরা ভুলিনে ছলনাতে । ১। মুখের শিশির নিমেযে শুকায় সুখ চেয়ে দুখ ভাল, আন সজল বিমল প্রেম ছল ছল নলিন-নয়ন-পাতে । ২। না, না, না, মোর ভুলিনে দ্য লনাতে । ১। রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়— সুখ পায় তায় সে,